নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সনেট কবি পরিচিতি

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪১



উপজেলা ও জেলার নাম লক্ষ্মীপুর
রাজধানী ঢাকা থেকে সে অনেক দূর
গ্রাম,পোষ্টঃ নন্দীগ্রাম, বাড়িঃ রাজবাড়ি
যাতায়ত করা যায় চড়ে কোন গাড়ি।
সনেট কবির উক্ত জন্মের ঠিকানা
১২ মার্চ ১৯৬৮ খ্রিঃ সময়ে জানা।
চার ভাই এক বোন কন্যা তিন জন
স্ত্রী রাবেয়া আখতার নিতান্ত আপন।

নাজির আহমদ ও জীবন নাহার
মাতা-পিতা, হৃদয়ের মনমনিহার
ফরিদ আহমদের, যে হয়েছে কবি
শত শত সনেটের হৃদে এঁকে ছবি।
চৌধুরী নামেতে তাঁকে সহপঠিগণ
শৈশবে ডাকতো মিষ্টি স্বরে সারাক্ষণ।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সুন্দর

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৩

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ জনাব

২| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৪

বলেছেন: আপনাকে জানলাম

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৮

সনেট কবি বলেছেন: সনেট কাব্যে সামু ব্লগার কাব্য গ্রন্থের জন্য এ কবি পরিচিতি লিখেছি ছড়া ছন্দে। প্রিয় কবি আপনি আমাকে ব্লগারদের ক্রমিকটা একটু ঠিক করে দিলে ভাল হবে। অবশ্য যখন আমি আপনাকে বলব তখন করতে হবে।

৩| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:



কবিযকে আরো ঘনিষ্টভাবে জানা হলো

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:১০

সনেট কবি বলেছেন: ভাবলাম কবি পরিচিতিও সনেটেই লিখে ফেলি।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চৌধুরী সাহেব ব্লগে এসে
হলেন সনেট কবি।
হাজার তারার মাঝ খানেতে
তিনি মোদের রবি।।:)

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:১২

সনেট কবি বলেছেন: ১০০০ সনেট যে কবে হবে সেই অপেক্ষায় রয়েছি।

৫| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবি মহোদয়কে আরো চিনলাম।
এই কবি অনেক পরিশ্রমী।
আমি যা তা লিখি।
উনি লিখেন সনেট।
কবির জন্য শুভ কামনা।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:১২

সনেট কবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ জনাব।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
নোয়াখালী! চাঁদগাজীর দেশ।

খাস নোয়াখাইল্লা ভাষায় একটা সনেট বা ছড়া চাই।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৪

সনেট কবি বলেছেন: বলেছেন যখন তখন না হয় একবার চেষ্টা করব। মাতৃভাষার সম্মান বলে কথা।

৭| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৫

কবীর হুমায়ূন বলেছেন: .
সনেট কবিকে আজ চিনেছে সামুর
সকল কাব্যপ্রেমিক; বিশাল অন্তর!
তাঁর অমিয় সনেটে হোক ভরপুর
সামুর আসরখানি, কাম্য নিরন্তর।

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫০

সনেট কবি বলেছেন: কবিতায় মন্তব্য, খুব ভাল লাগল।

৮| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪১

এখওয়ানআখী বলেছেন: ফরিদ ভাই, প্রিয় সনেট কবি আপনার পরিচয় পেয়ে ধন্য হলাম। রাবেয়া ভাবিকে সালাম জানাবেন। তিন কন্যার জন্য রইল শুভকামনা।

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫১

সনেট কবি বলেছেন: আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম।

৯| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'সনেট কবি পরিচিতি'- শিরোনামটাতেই যুগপৎ একটা চমক ও মাধুর্য বিদ্যমান। লিখেছেন বরাবরের মতোই চমৎকার। আগের দিনে পুঁথি, কিংবা কবিতায় (এক শ্রেণির স্বভাব কবি গানের সুরে হাফ ফর্মা বা এক ফর্মা সাইজের লম্বা কবিতা লিখতেন, যা আসলে কাহিনি-কবিতা ছিল। পুঁথির মতোই অনেকটা। বেশিরভাগই ধুয়া'র সুরে গাওয়া হতো) কবিরা আল্লাহ-রাসূল বন্দনার পর নিজেদের পরিচিতি তুলে ধরতেন। আপনার কবিতায় অনেকটা সেই স্বাদ পেলাম।

ইয়ে, আপনি আমার চাইতে মাস চারেকের বড়ো। আমার জন্মদিন আজ :)

শুভেচ্ছা প্রিয় সনেট কবি।

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩

সনেট কবি বলেছেন: প্রথমে জন্মদিনের শুভেচ্ছা। মূলত আমি আপনাকে আমার সনেটের শিক্ষক মানি। সংগত কারণে আমার কবিতায় আপনার মন্তব্য অন্য রকম অনুভুতি।

১০| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৫

ভ্রমরের ডানা বলেছেন:
শুভেচ্ছা সনেট কবি! এবার খুবই ভাল লাগল!

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৪

সনেট কবি বলেছেন: কিন্তু এ ছন্দে সনেটের দৃষ্টান্ত খুব একটা নজরে পড়েনা।

১১| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৫

মিথী_মারজান বলেছেন: বাহ্!
সনেটিক পরিচয়পত্র।
চমৎকার।

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। প্রীশু নিয়েন।

১২| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

১৩| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭

সাদাফ কামরুল হাসান বলেছেন: স্যার আপনার পরিচিতি যেনে খুব খুশী হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.