![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
যে সব ব্লগের পোষ্ট প্রথম পাতায় আসেনা। বাগানে থাকা বাড়ির মত সেগুলো নজরে আসেনা।সে সব ব্লগে লোকে গম গম করেনা।একজন অতিথি পেলে বাড়িওয়ালা বেশ খুশী হন। যদিও নতুন সংসারি হওয়ার কারণে এরা অনেক সময় আতিথ্য বুঝেনা। কিন্তু বিভিন্ন আলামত ও অভিজ্ঞতা মিলিয়ে এদের আনন্দ বেশ বুঝা যায়। আমি অনেক সময় এমন সব ব্লগে গিয়ে অনেক গুণিজনকে পেয়ে খুশী হয়েছি। মনে হয়েছে এরা একটু নির্জন পরিবেশে বেড়াতে এসেছে।
এসব ব্লগবাড়ি অনেক সময় ফাঁকা থাকে। কিছু ব্লগবাড়িতে থাকে আনাড়িপনা।তবে কিছু ব্লগ বাড়িতে ভাল কিছু থাকে। সামু নিরাপদ মনে না করায় এরা এমন আড়ালে আবডালে থাকে। অনেকে তাদের বাড়িতে সকলকে নিমন্ত্রণ করে।অনেকে দারিদ্রের কারণে নিমন্ত্রণের ঝামেলায় জড়াতে চায়না।তবে এদের বাড়িতে কেউ এলে এরা অনেক খুশী হয়।এদের অভিজ্ঞতা এককালে আমারো ছিল বা অনেকের ছিল বা আছে।নিরাপদ লোকেদের এসব বিপদের লোকদের পাশে থাকা আমি জরুরী মনে করি। এদের লেখাও যদি কেউ পড়ে বা মন্তব্য করে তবে এরা অনেক খুশী হতে পারে।
০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২২
সনেট কবি বলেছেন: এদের মনে অনেক কষ্ট থাকে।
২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩
রাকু হাসান বলেছেন:
বাহ ! চমৎকার লাগলো । অনিরাপদ ব্লগ বাড়িতে নিরাপদ ব্লগারদের আগমন টা সত্যিই ভাল লাগার । কি এক কষ্ট ,এত আশা করে লিখে পাঠক পায় না ,সবাই তাদের গ্রহন যোগ্যতা প্রমাণ করে খুব তাড়াতাড়ি প্রথম পাতায় যাক ,সেই প্রত্যাশা করি সব সময় । এ দিক থেকে আমি ভাগ্যবান মনে হয় ,গুণি ব্লগারদের পরামর্শ পেয়েছি । পাশে থেকেছেন ,গঠনমূলক মন্তব্য করে এখন শেখাচ্ছেন । খব উপভোগ করছি । আপনাদের কাছে কৃতজ্ঞ
০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮
সনেট কবি বলেছেন: কিন্তু ভাগ্যবানদের মাঝে অনেক হতভাগাও থাকে। তাদের কথা ভাগ্যবানদের ভাবা দরকার।
৩| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫
জগতারন বলেছেন:
দের বাড়িতে কেউ এলে এরা অনেক খুশী হয়।
এদের অভিজ্ঞতা এককালে আমারো ছিল বা অনেকের ছিল বা আছে।
নিরাপদ লোকেদের এসব বিপদের লোকদের পাশে থাকা আমি জরুরী মনে করি।
এদের লেখাও যদি কেউ পড়ে বা মন্তব্য করে তবে এরা অনেক খুশী হতে পারে।
- সহমত !
০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৪| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮
জগতারন বলেছেন:
দের বাড়িতে = এদের বাড়িতে
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৫| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৪
রঞ্জন রয় বলেছেন:
হু সনেট গুরুজ্বি। যেন নিখাদ সত্যটাই তুলে ধরেছেন।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৩
সনেট কবি বলেছেন: ভূপেন হাজারিকা গেয়েছেন, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারেনা ও বন্ধু!
৬| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৬
প্রামানিক বলেছেন: সত্য কথাই তুলে ধরেছেন।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৭| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:১৫
চাঁদগাজী বলেছেন:
আমারও যাওয়া হয় না; আজকাল সময় কম পাচ্ছি।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫
সনেট কবি বলেছেন: তবে এ সহানুভুতি আপনার মাঝেই আমি সবচেয়ে বেশী দেখেছি।
৮| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: আমি তো নতুনদের খুঁজে পাই না।
০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৭
সনেট কবি বলেছেন: একটিভ ব্লগারদের যারা নীচের দিকে থাকে। অথবা যাদের পোষ্ট প্রথম পাতায় যায়না বলে অনুমেয় তাদের ব্লগে ঘুরে আসা যায়।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৮
সাইন বোর্ড বলেছেন: প্রথম পাতায় লেখা স্থান না পাওয়া এই সব ব্লগারদের প্রতি অাপনার সীমাহীন মমতা দেখে খুব ভাল লাগল ।