![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
বঙ্গবন্ধু বাংলাদেশ একসূত্রে গাঁথা
পরাধীন এদেশের স্বপ্নছিল ভঙ্গ
কেটেফেলা হয়েছিল এর এক অঙ্গ
দিশেহারা ছিল সব মানুষের মন।
সে দেশেই শুনালেন তিনি এক কথা
‘স্বাধীনতা’ কিমধুর সুখ অনুসঙ্গ
সুখ রঙ্গে ভরে গেল অবশেষে বঙ্গ
সেকারণে তিনি প্রিয় সবার আপন।
যাঁর ডাকে স্বাধীনতা দেশ হলো মুক্ত
হায়নার দল তাঁর প্রাণ কেড়ে নিবে
অঝরে ঝরাবে তাঁর স্বজনের রক্ত
এভাবে জাতির আশা কেউ ভেঙ্গে দিবে
ভাবেনি বাঙ্গালী কেউ, হয়ে অধগতি
তাদের এমন হবে শোক অবগতি।
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮
সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
২| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬
স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু।
মন্দ লাগেনি।
স্বাধীনতা।
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১
সনেট কবি বলেছেন: প্রীশু, ঠিক করে দিলাম।
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০
সনেট কবি বলেছেন: (আপাতত রাখলাম পোষ্টের পর মুছে দেব)
প্রীশু ও স্রাঞ্জি সে
‘প্রীশু নিয়েন’ স্বরের কিচমৎকার
শব্দ চয়নে স্রাঞ্জি সে মন্তব্য করেন,
শুনে মুগ্ধমন তাঁর আদর্শে বরেন
নিজমনে চিত্তানন্দে বিমোহীত হয়ে।
স্রাঞ্জি সে শব্দের শুনি বিমূর্ত ঝঙ্কার
চারদিকে শুনি এর সুর অনুরন
কানের শান্তির ক্ষেত্রে অনন্য ধরন
মন ডুবে আবেশেতে এর সুর লয়ে।
প্রীতি ও শুভেচ্ছার এ প্রীশু ক্ষুদ্ররূপ
প্রথম দেখায় এর মুগ্ধতায় ভাবি
এমন অনেক চাই শব্দ অনুরূপ।
কবির এ আবিষ্কার সময়ের দাবী
এ যেন নতুন কোন ঝরণার জল
প্রভাতের পাখিদের কল কোলাহল।
৩| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবকে যেসব হায়েনা হত্যা করেছিলো, আর যেসব হায়েনা সমর্থন রেছিলো হত্যাকারীদের, তারা এই জাতিকে দাঁড়াতে দেয়নি।
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২
সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন।
৪| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০১
ভ্রমরের ডানা বলেছেন:
আমার দৃষ্টিতে আপনার সেরা সনেট এটি! শুভেচ্ছা ও অভিনন্দন কবি!
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫
সনেট কবি বলেছেন: ভাবলাম শোকের এ মাসে তাঁকে কিভাবে স্মরণে রাখা যায়। আমরা তাঁকে অবিতর্কিত রাখতে পারলে খুব ভাল হতো। ভুর যা হয়েছে এখন শোধরে নিলেও হয়।
৫| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩
এ.এস বাশার বলেছেন: আগের মতই সুন্দর..........+++
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭
সনেট কবি বলেছেন: প্রীত হলাম।
৬| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জয় বাংলা।
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২
সনেট কবি বলেছেন: জয় বঙ্গবন্ধু।
৭| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৮| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০
তারেক_মাহমুদ বলেছেন: বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, পৃথিবীর সর্বশেষ্ঠ কবিতাঃ
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।
বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারাই এদেশের শত্রু স্বাধীনতার শত্রু।
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪
সনেট কবি বলেছেন: তারা একটা জাতির স্বপ্নকে হত্যা করতে চেয়েছিল।
৯| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: এক কথায় বলবো, চমৎকার । ++++
শুভেচ্ছা নিয়েন প্রিয়কবিভাই।
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই।
১০| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
ফেনা বলেছেন: আরো একটি চমতকার সনেট কবিতা উপহার পেলাম। সনেট কবি কে শুভেচ্ছা।
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১১| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২২
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।
১২| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৮
রাকু হাসান বলেছেন:
সনেট ভাল লাগলো ,দুঃখের বিষয় ,আমরা তাঁর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি ।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন।
১৩| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ জনাব।
শেখ হাসিনাকে নিয়ে লিখুন।
এবং হুমায়ূন আহমেদ।
০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩
সনেট কবি বলেছেন: ভাল বিষয়। শেখ হাসিনাকে নিয়ে আমার অনেক কবিতা আছে হয়ত আপনার নজরে আসেনি।
১৪| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫
তারেক ফাহিম বলেছেন: বরাবরের চেয়ে একটু বেশি ভালোলাগা।
১৫| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬
সেলিম আনোয়ার বলেছেন: মন্দ লাগেনি।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫
বিজন রয় বলেছেন: সত্য প্রকাশ!!!