নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

হাসিনার শোক

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৩



হাসিনার হাসি নয় শোকের আকাশ
যেথা হতে বৃষ্টি হয়ে ঝরে অশ্রু জল
মেঘে মেঘে বেলা শেষ আখি ছল ছল
বেদনা আঁধার দলে আনন্দ হারায়।
ঘনঘোর অন্ধকারে চাঁদের প্রকাশ
ঘটেনা কন্যার মনে পিতার বিরল
হারিয়ে স্নেহের রাশি রক্তাক্ত কমল
দেহ তাঁর ভেসে উঠে মনকল্পনায়।

মায়ের আঁচল নেই মুছে দিতে চোখ
কামাল জামাল আর রাসেলের ডাক
আজ আর নেই দিতে মনে কিছু সুখ।
সুলতানা রোজি আজ স্মৃতি হয়ে থাক
যত আছে দেশবাসি তারাই এখন
সান্ত্বনায় ভরে রাখে হাসিনার মন।


# ভাতিজা রাজীব নুরের অনুরোধে লেখা।



শেখ হাসিনা

শোকের অতলে লুপ্ত ছিল যে জীবন
অকালে সকলে ছেড়ে স্বজন আপন
বিজন প্রান্তর সম নিরজনে একা
অশ্রু মুছে মেনে নিয়ে কপালের লেখা
বহ্নি সম বজ্রনাদে পিতার মতন
ভরে দেশ দেশ প্রেমে দেশের রতন
বিলায়ে নিজের মুক্ত মহত্ব সৌরভ
বাড়ালেন এদেশের মহিমা গৌরব।

নির্ঝর ঝরিয়ে স্বীয় অগ্নি ঝরা বাণী
হে নেত্রী শেখ হাসিনা দেশ প্রীতি রাণী
হৃদয়ে কম্পন তুলে শত্রু কূলগণে
গড়েন সাহসে দেশ নিত্য প্রতিক্ষণে
সস্থির প্রশ্বাসে গড়ে মোহের অঞ্চল
পেয়ে মনবল হয়ে কর্মতে চঞ্চল।

# জোবাইর এর মন্তব্য পরিপ্রেক্ষিতে উপস্থাপিত।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১২

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন সনেট রাজ্যের জাঁহাপনা।

সনেটে ভাল লাগা +++

হারয়ে হবে নাকি হারিয়ে।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

সনেট কবি বলেছেন: প্রীশু নিয়েন। ঠিক করে দিয়েছি। আপনার এ দিকটা খুব ভাললাগে।

২| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৯

জোবাইর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
'ভাতিজা রাজীব নূরের অনুরোধে লেখা'। - দেখে মনটা একটু খারাপ হয়ে গেল :(( । বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার জন্য কবি কি একটা কবিতা স্বেচ্ছায় লিখতে পারতেন না! :)

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫

সনেট কবি বলেছেন: তাঁকেনিয়ে আমার অনেক সনেট লেখা আছে। সে জন্য সুপ্রিয় ভাইপুতের অনুরোধে এটা লিখলাম।

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


যারা উনার বাবার কবরের উপর দল গঠন করেছে, তাদেরকে উনি কি কারণে পালন করছেন, বুঝা মুশকিল!

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

সনেট কবি বলেছেন: সেটা হয়ত তিনি ভাল বলতে পারবেন।

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: হায় আগস্ট! হায় আগস্ট!!
পুনারাবৃতি হয়ো না কো!!!

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০০

সনেট কবি বলেছেন: এমন অকাল কারো কাম্য হতে পারেনা।

৫| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৫

নূর আলম হিরণ বলেছেন: যতদূর জানি, শেখ হাসিনা কবিতা ভালোবাসেন।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:০৯

সনেট কবি বলেছেন: আমি জানিনা।

৬| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: বিলায়ে নিজের মুক্ত মহত্ব সৌরব :(

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:০৭

সনেট কবি বলেছেন: সৌরভ বানান সঠিক দেখলাম অভিধানে।

৭| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: চাচা মনটা খুশিতে ভরে গেল।

হুমায়ূন আহমেদ বাকি আছে।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১

সনেট কবি বলেছেন: কিন্তু একালে এসে তার শাওনের সাথে প্রেম আমার ভাললাগেনি সেজন্য তাঁর প্রতি আমার আগ্রহ নেই বললেই চলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.