![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
তুমি এলে মনে হয় ফরমালিনের
বিষ নেই বাজারের মাছে আর ফলে
হে উপকারী পতঙ্গ, মানব মঙ্গলে
রাসায়নিক টেষ্টের দারুণ প্রযুক্তি!
খাবারের বিষ নিয়ে আছে বিপদের
ঝক্কি ঝামেলা অনেক,শরীর অচলে
মানুষ যেন পড়েছে ইঁদুরের কলে
উত্তম খাবারে আসে মনের অভক্তি।
জাতীয় পতঙ্গ হোক তোমার খেতাব
হে মাছি মশায় এটা কায়মনে চাই
সহসা স্বীকৃত হোক এমন প্রস্তাব।
যদিও ইয়েতে বসা নাকচিটকাই
তথাপি তোমাকে পেয়ে ফলের উপর
নিমিশে আনন্দে ভরে সবার অন্তর।
০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮
সনেট কবি বলেছেন: সেই প্রাণীতেও আমাদের খুশী থাকতে হচ্ছে ফরমালিনের গুণে। লিখতে শুরু করেছেন, ভাললাগছে।
২| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
জাতীর অধপতন হওয়ায় মাছিও উপকারী পতংগে পরিণত হয়েছে
০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫২
সনেট কবি বলেছেন: এপতন থেকে উত্তরণের পথও খুঁজে পাচ্ছিনা।
৩| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী ঈদের পরে বান্দারবান যাচ্ছি। আপনিও আমাদের সাথে চলেন।
০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪
সনেট কবি বলেছেন: যে চাকুরী করছি সেটা ছেড়ে কোন দিকে যাওয়া যায়না।
৪| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৪
চঞ্চল হরিণী বলেছেন: খুবই হাসলাম পড়ে। জাতীয় পতঙ্গ নিয়ে নতুন ভাবনা ঢুকলো মাথায়। আসলেই তো জাতীয় পতঙ্গ কি হতে পারে ? কোন দেশে কি জাতীয় পতঙ্গ আছে ? সেভারেল কোয়েশ্চেন । চাঁদগাজী ভাই দারুণ মন্তব্য করেছেন
।
০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫
সনেট কবি বলেছেন: সেটাই ভাবি আজকাল মাছিও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
৫| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৮
চঞ্চল হরিণী বলেছেন: শুরুর দুই লাইনেই একেবারে এই কবিতার প্রয়োজনীয়তা, অর্থ এবং উদ্দেশ্য দারুণভাবে চিত্রিত হয়েছে। আমাদের দেশের জন্য মাছিকেই জাতীয় পতঙ্গ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে। ধন্যবাদ, সনেট কবি ভাই।
০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭
সনেট কবি বলেছেন: জাতীয় পতঙ্গ হওয়ার দাবীতে অবশ্য মাছিই সবচেয়ে এগিয়ে।
৬| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১২
পদ্মপুকুর বলেছেন: মজাই পেলাম।
পড়ার এই হলো সুবিধা। কত মানুষের কত বিচিত্র চিন্তা আর তার প্রকাশ। ভালো থাকবেন কবি।
একটা বিষয়, পৈত্রাক নাকি একই সাথে দুই হাতে দুটি সনেট লিখতে পারতো? জানেন নাকি?
০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯
সনেট কবি বলেছেন: তাঁর সম্পর্কে এমন তথ্য খুঁজে পেলাম না।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৮
মায়াবী ঘাতক বলেছেন: বরাবরের মতই সুন্দর লিখেছেন। যদিও ইয়েতে বসা নাকচিটকাই।
