![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-মুতাকাব্বিরের সমগ্র সত্ত্বায়
পরম গৌরবাম্বিত স্বভাব বিস্তৃত
তাঁর সৃষ্টিরাজ্য জুড়ে রয়েছে বিবৃত
সে সত্য অসীম রূপে প্রত্যেক সীমায়।
অবহেলে তাঁরে রেখে কে কোথায় যায়?
কে দেয় কেমন করে বক্তব্য বিকৃত?
ধরায় তাদের টুটি তারা হবে ভীত
দেখবে চুড়ান্ত রূপে তারা নিরুপায়।
মহিয়ান গরিয়ান গুণের উদ্ভাস
গৌরবের যেথা নেই অণুমাত্র কম
অনন্ত সীমানা জুড়ে সৃষ্টির উল্লাস
মহা বৈচিত্রের আছে অগণ্য রকম।
তাঁর প্রতি নত শীরে ঝলমলে আলো
অমান্যে অনন্ত আছে ঘনঘোর কালো।
মুতাকাব্বিরু
মুতাকাব্বিরু নিজের গুণে গরিয়ান
বলে তাঁকে কোন কাজে ঠেঁকাতে পারেনা
জগতের কেউ কোন সামান্য সময়ে
ক্ষুদ্রতর পরিমান, দূর্নিবার তিনি।
তাঁর ইচ্ছেমত তিনি বাধাহীন ভাবে
অবলিলে কাজ করে চলেন নিরন্ত
যাঁর কর্ম ক্ষমতায় প্রতিরোধ গড়া
চিরদিন অন্যপক্ষে অসম্ভব অতি।
তাঁর পক্ষে বড়াইয়ে সঠিকতা আছে
বলে অন্য পক্ষে এটা অসম্ভব সদা,
সে জন্য মিথ্যা বড়াই অপরে নিষেধ।
অহমিকা কেহ তাঁর থামাতে পারেনা
কোন দিন কোন কালে কোন সময়েতে,
হও বল্লে হয়ে যায় আদেশেতে তাঁর।
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪
সনেট কবি বলেছেন: প্রীশু, অনেক ধন্যবাদ।
২| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬
স্রাঞ্জি সে বলেছেন: আপনি কেমন আছেন....???
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৪
সনেট কবি বলেছেন: না মরে বেঁচে আছি। তথাপি যেমন আছি তার জন্য আল্লাহর শুকরিয়া।
৩| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৪
রাকু হাসান বলেছেন:
বাহ চমৎকার সনেট কবি । প্লাস
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।
৪| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত প্রানবন্তকর।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২০
এস.এম এরফান বলেছেন: মুগ্ধ হলাম।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪২
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।
সনেটে ভাল লাগা।