![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
হাসিনা ও রেহানার মায়ের আঁচল
চিরতরে কেড়ে নিল ঘৃণ্য হায়নায়
ঘিরেছে তাদের মন শোকের ছায়ায়
মাতৃহারা হৃদয়েতে দেখে অন্ধকার।
জাতির জনক থেকে উদ্দমে সচল
করেছেন কাজ তাঁর প্রীতির ছায়ায়
বঙ্গমাতা মনে ছিল জাতির মায়ায়
অবিরাম ছুটে চলা স্নেহের সঞ্চার।
হে শেখ ফজিলাতুন নেছা মজিব কে
আপনার দেহ করে লাল রক্ত জবা
জাতিকে ডুবাল মহা কলঙ্কের পাকে?
তাদের দিয়েছে যারা খুশীতে বাহবা
তারা সব দুরাচার!করেনি যে জন
এ হত্যার সুবিচার সে সব দূর্জন।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
সনেট কবি বলেছেন: সুতরাং আমাদের জাতি হিসেবে আত্ম প্রকাশে বঙ্গ মাতার যথেষ্ট অবদান ছিল।
২| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২
বিজন রয় বলেছেন: গতকাল 'পিতা', আজ 'মাতা'।
বাহ!
++++
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
সনেট কবি বলেছেন: তাঁকে নিয়ে লিখার চিন্তা অনেক দিন থেকেই ছিল।
৩| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
এই মহিলাকে হ্ত্যা করার পরও, দেশের ২ কোটী মানুষ মিলিটারীকে সাপোর্ট করেছে; আমরা সেইসব জল্লাদদের সাথে বাস করছি
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
সনেট কবি বলেছেন: জাতি হিসেবে আমরা খুব অদ্ভুত।
৪| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০০
হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা, চাঁদগাজী ভাই সেইসব জল্লাদদের পক্ষে কথা বলার মানুষের এখনো অভাব নাই।
হতভাগ্য এই জাতি।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
সনেট কবি বলেছেন: আমি বুঝিনা তাদের বিচার আওয়ামী লীগকেই কেন করতে হলো?
৫| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০১
সেলিম আনোয়ার বলেছেন: বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে তার অবদান অনস্বীকার্য।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন প্রিয় কবি।
৬| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
রাজীব নুর বলেছেন: চমৎকার।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব
৭| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আম্মাজান একটা টাইগার.....
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
সনেট কবি বলেছেন: আমাদের জাতি হিসেবে গড়ে উঠায় তাঁর যথেষ্ট অবদান ছিল।
৮| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
ল বলেছেন: যেখানে মানুষ মিলিয়ে যায় হাওয়াই মিঠাইয়েরও আগে, তাকে তুমি আমার দেশ বল। এমন এক মৃত্যু উপত্ব্যকার সীমানা এঁকে তুমি স্বার্বভূমত্বের নামে তামাশা কর। যে মায়ের কলিজা ছিঁড়ে নিয়ে যন্ত্রনাদ্বায়ক ছিদ্র কর, সে মায়ের সন্তান আমিও হতে পারতাম, আর হবনা যে তারও তো কোন গ্যারান্টি নাই। আমার আত্মাকে মার, খেতে দাও স্বজাতির মাংস! আর বল আমি ক্ষুদার্থ না। বিশ্ব তুমি আমাকে প্রাণে মারনি, মানুষত্ব থেকে প্রাণ খোলে নিয়েছ!
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন প্রিয় কবি, আমাদের মনুষত্বে প্রাণ নেই।
৯| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
@সেলিম আনোয়ার ,
আপনার কাছে জেনারেল জিয়া বড়, নাকি শেখ সাহেব বড়?
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
সনেট কবি বলেছেন: তাদেরকে আমাদেরকে আলাদা ভাবে বিবেচনা করতে হবে।
১০| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
বিজন রয় বলেছেন: @ ল....... সাবাস!!
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সনেট কবি বলেছেন: সবাই সাহস করে সব কথা বলতে পারেন না। তিনি পেরেছেন।
১১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২১
কানিজ রিনা বলেছেন: অনেক ভাল লাগা রেখে গেলাম।
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫
সনেট কবি বলেছেন: সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮
তারেক_মাহমুদ বলেছেন: কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারী
শক্তি সাহস প্রেরণা দিয়েছে বিজয় লক্ষী নারী
বঙ্গমাতা বঙ্গবন্ধুকে প্রেরণা দিয়েছিলেন বলেই বঙ্গবন্ধুর পক্ষে এই জাতিকে জাগানো সম্ভব হয়েছিল।