![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
একটা কালী মন্দীর পেরিয়ে বাজার
সেথায় অনেক আছে কালী ভক্ত দল,
আছে মুসলীম সব।তাদের সকল
এক সাথে বসে বসে বেচা কেনা করে।
বাজারেই মসজিদ নামাজ পড়ার
জন্যে নির্মীত হয়েছে যেথায় সচল
শান্তি কামনা সবার।অশান্তি অচল
কারো সাথে কারো করা বিবেক বিচারে।
সাম্প্রদায়ীক সম্প্রীতি আচারে উত্তম
এতে সুখ আছে সদা। মানুষের মত
থাকবে অনেক তবে, এখানে অধম
পরমতে অসম্মান বিবেকে সতত।
মিলেমিশে বাস কর মানুষেরা সব
অপরের দুঃখ সুখ করে অনুভব।
২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৪
সনেট কবি বলেছেন: এটা বিশ্ব শান্তির অন্যতম উপায়। তারচেয়ে বড় হলো একজনের বিপদে অন্য জন ঝাঁপিয়ে পড়া। আর সম্পর্ক বিনষ্ট হতে পারে এমন সব কাজ থেকে বিরত থাকতে হবে। আর সকল মতের লোকদের প্রতি সকল মতের লোকের সম্মান বোধ থাকতেই হবে। এমন মনভাবের বিস্তার ঘটুক। পারস্পরিক হানাহানি দূর হোক। মানুষ শান্তিতে জীবন যাপন করুক।
২| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৫
স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল।
কবিতার ভর করে আসুক সাম্প্রদায়িক সম্প্রীতিরর বন্ধন।
২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৯
সনেট কবি বলেছেন: সাম্প্রদায়িক সম্প্রীতি প্রয়োজন বিশ্বজুড়ে।
৩| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: এমন বন্ধন দৃঢ় হোক। মানবিকতার জয় হোক । সুন্দর সনেট। ++
শুভকামনা শ্রদ্ধেয় কবিভাইকে।
২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫০
সনেট কবি বলেছেন: মানবতাই সবচেয়ে বড় প্রয়োজন।
৪| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: সাম্প্রদায়ীক সম্প্রীতি যর বাড়বে, দেশ তত এগিয়ে যাবে।
২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫০
সনেট কবি বলেছেন: এটা পুরো বিশ্বে প্রয়োজন।
৫| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা জানবেন এবারের সনেটে। মুগ্ধ কথামালায়।
সাম্যতা ফিরে আসুক মানুষের প্রাণে
ভরে উঠুক ধরণী মানবতার গানে।
৬| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
৭| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
বা হ বা হ বা হ... ......
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করুক ঘরে ঘরে।