![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
যীশু সত্যের প্রচারে মৃত্যু ভয় থেকে
ছিলেন অনেক দূর। সেথায় আশ্রয়
পেয়েছে সত্যে অনুরাগ।অবশেষে জয়
হয়েছে তাঁর ভক্তের উত্থানে উত্তাল।
সকল ধর্ম ও মত পিছে একে একে
পড়েছে খ্রিস্টের থেকে।খ্রিস্টের অজয়
আদর্শ এখন আছে সারা বিশ্বময়
বিশ্বের কান্ডারী তারা আছে বহুকাল।
অব্যাহত প্রচেষ্টার সাফল্যে সুন্দর
গড়ে উঠে কোন দল দূর্নিবার রূপে
আকর্ষে অবাক মন সকল অন্তর।
যীশুভক্ত নিরিবিল থেকে চুপে চুপে
প্রচারেতে চলমান রেখে সদা গতি
নিত্যদিন নিজেদের করছে উন্নতি।
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৫
সনেট কবি বলেছেন: এ বিদ্যা শিখেছি সোনাবীজ থেকে। মাঝে মাঝে আমি নিজেও এটা উপভোগ করি।
২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন: এমন কিছুই লুকানো নেই যা প্রকাশ পাবে না, আর এমন কিছুই গুপ্ত নেই যা জানা যাবে না৷
- ইঞ্জিল, লুক, অধ্যায় ১২/২
নির্মম হলেও, কথা ভয়ংকর ভাবে সত্য !!!
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৪
সনেট কবি বলেছেন: একটা সুন্দর উক্তি উপস্থাপন করেছেন।
৩| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৫
বাকপ্রবাস বলেছেন: কবিতাটা পড়তে পড়তে আমার একটা দৃশ্য এর কথা মনে পড়ছে সেটা বিষয়বস্তু ভেবে নয়, কবিতার একটা সুল এবং যান্ত্রিক একটা নিয়ম। ধরুন প্রোডাকশান হচ্ছে, মেশিন থেকে রুটি বা এই জাতীয় কিছু বের হচ্ছে। বেল্ড এর উপর গড়িয়ে পড়ার সময় কিছু লোক দাঁড়িয়ে আছে চলন্ত রুটিতে সিল মারতে হবে, তিনজন লোক দাঁড়ালো, রুটি আসছে, প্রথমজন প্রথম রুটিটা টাচ করলনা, দ্বিতিয়টাও না, তৃতিয়টাতে সিল মেরে দিল, দ্বিতিয়জন প্রথম রুটি টাচ করলনা দ্বিতীয়টাতে সিল মেরে দিল আর তৃতীয়জন সিল মারল প্রথম রুটিটাতে, এতে করে সব রুটিতে সিল মারা হচ্ছে, এটা চলছে চক্রাকারে।
কথাটা বললাম এই জন্য যে, আপনা কবিতায় লাইন শেষ হচ্ছে কিন্ত পরের লাইনে আগের লাইনের অংশ থেকে যাচ্ছে কিন্তু ছন্দ ও ব্যাকরন ঠিকক ম্যান্টেইন হচ্ছে।
ভাল লাগল।