![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
অর্থের পিছনে ছুটে বিশ্বের সকল
ইহুদী এক্ষেত্রে আছে সম্মুখে সবার।
প্রযুক্তি-বিজ্ঞানে থেকে এগিয়ে আবার
অনেক অন্তরে এরা সমিহ জাগায়্।
বিশ্ব নিয়ন্ত্রণে থেকে যথেষ্ট সফল
এজাতি কর্মের ক্ষেত্রে মহা দূর্নিবার।
পরাজিত ভয়ে থাকে ইহুদী আত্মার
দূর্দান্ত এজাতি তার মনকল্পনায়।
অগ্রগণ্যতায় আছে ইহুদীর গতি
বানিজ্যে দুনিয়া জোড়া ইহুদী নিবাস
সেজন্য তাদের প্রতি রুষ্ট কারো মতি।
উন্নত পণ্যতে তারা ছড়ায় সুবাস
এখন ইহুদী ছাড়া অচল জীবন
উন্নতিতে ইহুদীতে অবাক নয়ন।
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৭
সনেট কবি বলেছেন: চালকের অবস্থানে থাকতে এরা যা প্রয়োজন তার সবটাই করে।
২| ২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৫
আকিব হাসান জাভেদ বলেছেন: ছবির সবগুলোই কি ইহুদিদের ?? শক্তি আর বলে এরাই দেখছি সেরা ।
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৯
সনেট কবি বলেছেন: বর্তমান পৃথিবী মূলত ওরাই চালায়।
৩| ২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮
নূর আলম হিরণ বলেছেন: ইহুদিদের বহুবার নিদনের চেষ্টা করা হয়েছে। কিন্তু তাদের নির্মূল করা সম্ভব হয়নি।
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩
সনেট কবি বলেছেন: বুঝা গেল এভাবে কোন জাতিকে নিমূল করা যায়না। অপারেশন যখন করা যাচ্ছেনা তবে কোপারেশন করাই বরং ভাল।
৪| ২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২০
সিগন্যাস বলেছেন: ইহুদিদের প্রযুক্তির ফলে আজ সামুব্লগ হয়েছে । চিকিৎসা বিজ্ঞানের চরম অগ্রগতির মূলে রয়েছে তারা । ইহুদিদের অনুসরণ ছাড়া উপায় নাই
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৭
সনেট কবি বলেছেন: দুধ দেয় গরুর লাথি যদি ভাল হয় তবে তারাও মূল্যায়ন পেতে পারে।
৫| ২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৬
বাকপ্রবাস বলেছেন: কোরানের অভিষাপটা হয়তো কোন একদিন কার্যকর হবে, তবে বর্তমানে বিপরীত মেরুতে দাঁড়িয়ে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছে, অর্থ, বাণিজ্য আর কুটনীতি জোরে।
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৯
সনেট কবি বলেছেন: সেটা সম্ভবত কোরআনের নয় বরং হাদিসের। আর সেটা সম্ভবত যাদের সাথে মহানবির (সাঃ) ঝগড়া ছিল তাদের সম্পর্কে। সেটা সম্ভবত সমগ্র ইহুদী জাতি সম্পর্কে নয়।
৬| ২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭
কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: নেসলে কোম্পানী ১৮৬৬ সালে সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত । ১৮৬৬ সালে ইজরেলের জন্মই হয় নাই ।
পেপসি ১৮৯৩ সালে নর্থ ক্যারোলিনা আমেরিকাতে জন্ম যখন ইজরেলের জন্মই হয় নাই । ইজরেলের জন্ম ১৯৪৮ সালে । সো এইসব মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার প্রয়োজন আদৌ প্রয়োজন আছে কি ?
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০১
সনেট কবি বলেছেন: ইহুদী কম বেশ সব দেশেই আছে। আর ইজরায়েলের সব লোক ইহুদী নয়।
৭| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: মানুষের মৃত্যুর কথা মনেই থাকে না। তাই তারা অর্থের পেছনে ছুটে।
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৩
সনেট কবি বলেছেন: অর্থকে কিভাবে নিজের করে নিতে হয় সেটা ইহুদী ছাড়া কেউ ভাল বুঝেনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২৯
নাবিক সিনবাদ বলেছেন: এরা খুব পরিশ্রমী জাতি, পাশাপাশি খুব কুটিল আর হিংস্র একটা জাতি।