![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-গাফুর পরম ক্ষমাশীলতায়
জগৎ পালনকরে পাপ ছাড়বার
দেখান প্রশস্তরাস্তা।কেটে হতাশার
আবদ্ধ বন্ধন লোকে চলে পূণ্যমনে।
পাপেতে আকন্ঠ ডুবে লোকেরা লজ্জায়
যখন পায়না পথ ফিরে আসবার
সে সময় ক্ষমাবাণী মন ভরসার
নিদারুণ উপলক্ষ্য হয় প্রতিজনে।
পাপের আঁধার পথে অনেক অনেক
চলে ফিরে দেখে লোক কত পাপ জমা
কল্পনায় সে সকল দেখে এক এক
ভাবে বুঝি এসবের হবেনাতো ক্ষমা!
বলেন আল-গাফুর ক্ষমাপাবে খুব
শর্ত হলো তওবায় দিতে হবে ডুব।
গাফুরু
গাফুরু অপার ক্ষমা গুণের আধাঁর
গুনাহগার ভরসা তাঁর সে গুণের
তাদের মনের তাতে আশার সঞ্চার
হয়কত নিরবধি আশ্বস্ত অন্তরে।
গুনাহগারে সরায়ে রাখলে দূরেতে
তাদের কষ্টের কোন থাকতনা শেষ
গাফুরু তাদের ক্ষমা করে কাছে টেনে
তাদের করেন সুখী আনন্দ ধারায়।
ক্ষমা চাই বলে বান্দা অশ্রুপাত করে
হাত তুলে মুনাজাত করলে গাফুরু
তাতেই সন্তুষ্ট হয়ে ক্ষমা করে দেন।
এমন মাবুদ শুধু আছে একজন
যাঁর কাছে সকলেই আব্দারে সমান
নিরপেক্ষ ভাবে তিনি করেন বিচার।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮
সনেট কবি বলেছেন: তাঁর ক্ষমাগুণের কারণে আমরা এখনো টিকে আছি।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪
স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুন্দর। ভালো লাগা জানিয়ে গেলাম। শুভ কামনা নিরন্তর।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
ল বলেছেন: আল গফুর--পরম ক্ষমাশীল--আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকবে।’–সূরা আরাফ: ১৮০
আকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। তিনি ক্ষমাশীল পরম দয়ালু’