![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-আ’লী সকলের উপর ওয়ালা
অধিষ্ঠিত সর্ব উচ্চে, আর সব তাঁর
দান থেকে প্রাপ্ত হয়ে জীবন সম্ভার
চিরকাল থাকে তাঁর মুখাপেক্ষি হয়ে।
আল-আ’লীর দয়ায় জীবন উজ্বালা
হয় সব প্রাণীদের।সর্ব সাধনার
তিনি এক সুমহান, সুখে বাঁচবার
জন্যে সবে প্রয়োজন এ করুণাময়ে।
‘উপর ওয়ালা জানে’ সকলেই জানে
কার কোথা মঙ্গলের আছে কোন গতি
এজানা সহজ, থেকে উপর আসনে।
নীচের সবার জন্যে মঙ্গলের মতি
উপর ওয়ালা হয়ে আল-আ’লী এক
অনুপম বন্ধু প্রিয় জীবনে প্রত্যেক।
আলীয়্যু
আলীয়্যু উন্নত সব গুণের নিরিখে
উন্নত সকল কিছু প্রাপ্ত তাঁর থেকে
নতুবা মানুষ সব অনুন্নত থেকে
করত পশুর মতো জীবন যাপন।
অবশ্য উন্নতি আসে মানব চেষ্টায়
যদিও উৎস এর আলীয়্যু সর্বদা
তিনি না করলে কারো উন্নতি কিছুই
হতোন কখনো গিয়ে সাধনা বিফলে।
মানুষ দেখছে তার উন্নতি নিয়মে
মিলছে সে জন্য তারা আলীয়্যু স্মরণ
করেনা নির্বোধ মনে অকৃতজ্ঞ হয়ে।
অতঃপর নেয়ামত কেড়ে নিলে তারা
তাদের সকল ফের বঞ্চনায় পড়ে
তথাপি এসব বুঝে খুব কম লোক।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সুন্দর লিখেছেন । কবি ভাই।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯
মনির হোসেন মমি বলেছেন: বেশ গভীরের কথা ভাল লাগল কবি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২
ল বলেছেন: অনবদ্য ও প্রশংসনীয় সূনিপূর্ণ সু নির্মাণ। সুবিন্যস্ত বাক্য বিন্যাস।
অসাধারণ লিখনশৈলী।
মুগ্ধতা অফুরান।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
সনেট কবি বলেছেন: আপনার মন্তব্যও অসাধারণ হয়েছে। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনার সনেট লেখার প্রতিভা দেখে আমি মুগ্ধ!!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১২
সনেট কবি বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: একেবারে জলভাত। দুতিন ঘন্টার ব্যবধানে আরেকটা সনেট। হা হা হা । বিশ্বরেকর্ড হয়তো হয়ে গেছে।
পাশাপাশি আমিও একটি পোস্ট দিয়েছি। কবিভাইকে দাওয়াত থাকলো।
হৃপ্রীশু নিয়েন।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল কবিতা। ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭
আশাবাদী অধম বলেছেন: আল আসমাউল হুসনা নিয়ে আপনার এই পরিশ্রম আল্লাহ কবুল করুন। দ্বীনি বিষয়ে আল্লাহ আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিন এই প্রার্থনা রইল।