![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
রহমান লতিফ ‘ল’ সুভদ্র সম্রাট
কবিতার মসনদে।বিদ্রোহীরা আসে
লুকিয়ে কবিতা শুনে মিটি মিটি হাসে
অতঃপর জাঁহাপনা বলে চলে যায়।
ছোট ছোট কবিতার ভাবটা বিরাট
দেখে যেন মনে হয় রসে টসটসে
কবিতার পাকাফল পড়ে খসে খসে
ভেসে চলে একে একে কাব্য মোহনায়।
কবিতো সাজায় তাঁর কবিতায় ফুলে
অবাক নয়নে দেখে কবিতা প্রেমিক
তারা যেন প্রেমিকের সাথে কথাবলে।
যে দেখে তা’ দু’নয়নে সে বসে খানিক
বিস্ময়ে আকুল হয়ে দেখে রূপবতি
কবিতা ছড়ায় তার মনরমা জ্যোতি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৩
সনেট কবি বলেছেন: দোয়া করবেন আল্লাহ যেন তাওফিক রাখেন।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। অসাধারণ। খুবই চমৎকার লাগলো। একটা ব্যক্তি-বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সনেটে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
সনেট কবি বলেছেন: আসলে কবিতা যে কখন ভাল হয় বলা মুশকিল। রবির বলাকার মত কবিতা লিখতে পারলে স্বার্থক হব।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার রহমান লতিফ ভাইকে নিয়ে বেশ সুন্দর লিখেছেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮
সনেট কবি বলেছেন: চেষ্টা করেছি ভাল লেখার। বাকীটা আপনাদের বিবেচনা।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৪
প্রামানিক বলেছেন: উভয়কেই শুভেচ্ছা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৪
মামুন ইসলাম বলেছেন: ব্লগার ল'কে নিয়ে আপনার চমৎকার ভাবনা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১
সনেট কবি বলেছেন: যারা মানুষের কথা ভাবে আমি তাদের কথাও ভাবি।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর চাচা।
শুভ সকাল।
আপনি একটা পত্রিকার সাথে যোগাযোগ করেন। সেখানে তাদের বলেন আপনার সনেটের কথা। তারা আপনাকে নিয়ে একপাতা লিখুক। দেশবাসী জানুক।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫
সনেট কবি বলেছেন: আমি যত সহজে সনেট লিখতে পারি, তত সহজে পত্রিকার সাথে যোগাযোগ করতে পানি না। একজন সাংবাদিকের সাথে কথা বলে ছিলাম সে একটা ভিজিটিং কার্ড দিয়ে তার অফিসে যোগাযোগ করতে বলল। কিন্তু আমি এ পর্যন্ত সেটা করতে পারিনি। আমার নিকট সনেট ছাড়া আর সব কিছু নিতান্ত কঠিন।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: চেয়ারের মধ্যে একটা ছবির প্রতিকৃতি আছে-- আপনি দেখতে বা বুঝতে পেরেছেন কি না জানি না; তবে চেয়ারের ছবিটি ইচ্ছাকৃত দেন নি বলেই ধরে নিব। কারণ আপনার লেখার সাথে এই গুপ্ত প্রতিকৃতি বেমানান।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
সনেট কবি বলেছেন: আমি এমন কিছু দেখছিনা।
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
ল বলেছেন: আমি শুধু বলতে চাই ------আমার প্রার্থনা আপনার জন্য
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২
সনেট কবি বলেছেন: আমি শুধু আল্লাহর কাজ করতে বেঁচে থাকতে চাই। অবশ্য বেঁচে থাকলে মানুষ অন্য কিছু কাজও করে।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩
অপর্ণা মম্ময় বলেছেন: চেয়ারের মধ্যে কীসের প্রতিকৃতি খুঁজে পেলাম না। আর সনেটও বুঝলাম না।
কমেন্ট পড়ে বিস্মিত।
আপনার কবিতা লেখালেখি জারি রাখেন ভাইসাব
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০
সনেট কবি বলেছেন: বুঝতে হলে যাঁকে নিয়ে লেখা তাঁকে নিয়ে একটু স্টাডি করলে মনে হয় ভাল হয়।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ব্লগে সব সময় আপনার উপস্থিতি। ভালো কবি ভাই। সনেট চালিয়ে যান। আমরা পড়বো ইনশাআল্লাহ।