নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-হাফীজ

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫



আল-হাফীজ পরম রক্ষাকারী সব
সৃষ্টিদলে, হেফাজতে তারা থাকে তাঁর
করুণার ছায়া তলে।গুণেতে অপার
মহাসংরক্ষণকারী মুখস্তবিদ্যায়।
পরম স্মরণ শক্তি বলে অনুভব
করে অতীতের সব। হারায় না তাঁর
অনুপম সুরক্ষিত স্মৃতির ভান্ডার
মহাশক্তিমান তিনি জগৎ রক্ষায়।

ইয়া হাফিজু ডাকায় বিপদের কালে
মনে হয় অদৃশ্যের সাড়া পাই বেশ
আনন্দেতে ভরে মন শত্রুরা পালালে।
অন্তরে থাকেনা কোন দুশ্চিন্তার রেশ
নিমিশেতে হয়ে যায় সব উপশম
আল-হাফিজের গুণ এমন উত্তম।

হাফিজু

হাফিজু রক্ষা করেন সকল কিছুর
বিপদ আপদ আর মুছিবত থেকে
সবার সকল ক্ষেত্রে একান্ত ভরসা
সে মহান অফুরান সমগ্র জগতে।
হেফাজত কাজে তিনি তেমন উত্তম
তাঁর হেফাজতে কোন লয়ছয় নেই
যেথায় যেমন আছে রইবে তেমন
বিন্দু মাত্র ক্ষয় ক্ষতি হবেনাতো তাতে।

কারো ক্ষেত্রে তিনি যদি সুরক্ষা ছাড়েন
তবে তার থাকেনাতো রক্ষার উপায়
তার হয় বিপদের ষোল কলা পূর্ণ।
অবশ্য বিপদ শুধু পাপেই ঘটেনা
কোন ক্ষেত্রে সেটা হয় পরীক্ষা কারণে
সে ক্ষেত্রে হাফিজু লাগে ঈমান রক্ষায়।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ সনেট, আল-হাফীজ সম্পর্কে বলেছেনও দারুণ।
ভালো লাগলো শ্রদ্ধেয়

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

আকতার আর হোসাইন বলেছেন: বরাবরের মতোই অসাধারণ....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ! চমৎকার সনেট৷

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব চৌধুরী।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: “যখন সত্য এসে মিথ্যার সামনে দাড়ায়,
মিথ্যা বিলুপ্ত হয়, অার মিথ্যা তার প্রকৃতগত কারনে বিলুপ্ত হবেই”
- সূরা বানি ইসরায়িলঃ - ৮১

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

সনেট কবি বলেছেন: আল্লাহ সত্য বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.