![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-হাসীব হিসেবে নিখুঁত মানের
মহাহিসাবরক্ষক।যাঁর মন চায়
সকলেই সুবিচার যেন পেয়ে যায়
দুনিয়া ও আখেরাতে পরিপূর্ণ রূপে।
হিসাব গ্রহণকারী সে মহামান্যের
জমা আছে সব কিছু হিসাব খাতায়
সেথায় অক্ষম সব অন্যথা করায়
পাপীদের ঠাঁই হবে জাহান্নাম কূপে।
ফাঁকি-ঝুঁকি নেই কিছু হাসিব হিসেবে
পাপেতে সামান্য কেউ পাবেনাতো ছাড়
তাদের পাপের শাস্তি অবশ্যই হবে।
কূ-লোকের মটকাবে অবশেষে ঘাড়
হাসরের মাঠে মহা হিসাবের কালে
অশেষ ঝুটবে শাস্তি পাপীর কপালে।
হাছীবু
হাছীবু হিসাব করে করেছেন সব
রেখেছেন সব কিছু হিসাব করে
হিসাবেতে নেই তাঁর কোন কিছু ভুল
একচুল ভুল তাতে পাবেনাতো কেহ।
আকাশে তাকিয়ে দেখ নেই কোন খুঁত
দেখনা নিখুঁত কত তোমার সৃজন
কত ভাল আছে সবে তাঁর হিসেবেতে
করলে হিসাব কেহ বুঝবেই তাঁকে।
বেহিসাবে মানুষেরা ভুল পথে চলে
বলে কত ভুল কথা ভুল মতবাদে
ভুলের মাসুল সবে দিতে হবে শেষে।
হাছীবু হিসাব সব রেখেছেন জমা
ক্ষমা তার হবেনাতো ধরবেন যাকে
তাঁর ভয় রেখে মনে চলাচল ভাল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১২
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,
কী ব্যবস্থাপনাই না তুলে ধরলেন সুন্দর সনেটাকারে ।
শুভেচ্ছা নিয়োন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরি ভাই।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫
আখেনাটেন বলেছেন: ভালো ভাবনা।
কিন্তু সমাজে তো এখন পাপীদেরই জয়জয়কার কবি।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
সনেট কবি বলেছেন: যাদের পরকাল নেই তাদের জয় এখন না হলে আর কখন হবে? পূণ্যবানদের প্রাপ্য পরকালের জন্য তোলা আছে।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯
ল বলেছেন: বাহ চমৎকার কবিতা
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০২
রাকু হাসান বলেছেন:
পূণ্যময় সনেট ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৭
শূন্যনীড় বলেছেন: কেমন আছেন শ্রদ্ধেয় প্রিয় কবি? আপনার শরীরের অবস্থা ভালো তো?
সনেটে ভালো লাগা জানবেন
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
সনেট কবি বলেছেন: আল্লাহ মোটামুটি ভাল রেখেছেন। চলে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী গিনেসবুকের সেই ফর্ম পূরন করেছিলেন? তার বিস্তারিত খবর জানতে চাই।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
সনেট কবি বলেছেন: আমি কিছু করিনি। জনাব নতুন বলেছেন তিনি চেষ্টা করছেন। তিনি বলেছেন তাদের অফিসিয়াল উত্তর পেতে চারমাস সময় লাগবে।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম শ্রদ্ধেয়, সুন্দর সনেট গড়েছেন এবারও