![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-কারীম পরম অনুগ্রহদাতা,
মহাসম্মানিত প্রভু।মমতায় যাঁর
জীবের জীবন ধন্য।আশ্রয় সবার
গড়েছেন সে মহান শান্তিময় করে।
একাই পারেন সব মহান বিধাতা
নেই তাঁর কোন কিছু অপারগতার
ব্যবস্থা করেন তিনি সবার বাঁচার
পরিপূর্ণ স্নেহ তাঁর সবার উপরে।
আল-কারীমের চির দয়া অফুরান
বিস্তৃত জগৎ জুড়ে, সৃষ্টি দলে দলে
বেঁচে থাকে সে দয়ায়, প্রলয়ের বান
থামে তাঁর করুনার আদেশের বলে।
অবারিত দয়া যাঁর সকলেই পায়
কৃতজ্ঞ অন্তর তাঁকে সম্মান জানায়।
কারিমু
কারিমু সবার প্রতি অনুগ্রহকারী
সমগ্র জগৎ তাঁর অনুগ্রহপায়
যার যেটা প্রয়োজন দিয়ে দেন তিনি
নিজ দয়াগুণে সব অকৃপনভাবে।
তাঁর সব দান আছে প্রকৃতির মাঝে
মানুষের সে সকল খুঁজে নিতে হয়
অলসের ভাগ্যে সেটা খুব কম ঝোটে
পরিশ্রমে মিলে যায় কারিমুর দান।
শাস্তি ও পরীক্ষা ক্ষেত্রে বঞ্চনায় পড়ে
কারিমুর দান যারা অস্বীকার করে
তাদের নাফরমানী নয়তো সঠিক।
কারিমু উদারভাবে আয়োজন করে
সর্বক্ষেত্রে সব কিছু নতুবা মানুষ
পদে পদে প্রতিক্ষেত্রে পড়তো বিপদে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। প্রীশু নিয়েন।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর । ভাবনায় মুগ্ধতা রেখে গেলাম।
শুভেচ্ছা শ্রদ্ধেয় কবিভাইকে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা ও ভালো লাগা দুইই জানিয়ে গেলাম এবারের সনেটে
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি এবং গীতিকার।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
ভাইয়ু বলেছেন: দারুন হয়েছে মশাই...
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বরাবরের মতই চমৎকার।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২
সনেট কবি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণীত হলাম।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
আলোর পথে বিডি বলেছেন: সুন্দর
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
স্রাঞ্জি সে বলেছেন:
ভাল লাগা জানিয়ে গেলাম কবি সাহেব।