![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-মুজীবু সবার উদ্ধারে বিপদ
পরম সাড়া প্রদান করেন ডাকেতে।
সে জন্য বিফলে গিয়ে কখনো ডাকাতে
নিরাপদে ঘরে ফিরে বহু অসহায়।
জীবন সবার এক অতুল্য সম্পদ
সেটাই হারাতে গেলে শত্রুদের হাতে
অথবা পড়লে কষ্টে নিশিথের রাতে
তখন বাঁচায় আশা মুজীব দয়ায়।
অভাব কখনো নেই খবিশি ছলের
তারাতো বসেই থাকে প্রতি পথ প্রান্তে
তখন ভরসা মনে প্রাণীর দলের
মুজীবে কাছেই পায় সব পরিশ্রান্তে;
তাঁর করুণার ধারা বয়ে অবিরল
সর্বত্র সবার হয় বাঁচার সম্বল।
মুজীবু
মুজীবু দোয়াতে দেন উত্তম জবাব
প্রার্থনায় তাঁর থেকে নেয়ামত মিলে
প্রার্থনা কারীর প্রতি মুজীবু সন্তুষ্ট
থাকলে প্রার্থনা হয় সর্বদা কবুল।
অবশ্য পরীক্ষা শাস্তি অনেক সময়
প্রার্থনা ব্যাপারে আনে সাফল্য হীনতা
তথাপি প্রার্থনা ছেড়ে দেয়া ঠিক নয়
কারণ প্রার্থনা তাঁর খুশির কারণ।
দয়াময়ের দয়ার ভিখারী হওয়া
মানে তাঁকে মনেপ্রাণে দয়াময় মানা
সেজন্য এ ইবাদত বান্দার বেলায়।
প্রার্থনা নগদ ফল যদিও না আনে
তথাপি এ ইবাদতে সওয়াব হয়
কাজেই মুজীবু কাছে দোয়া করা ভাল।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যে অনেক ধন্যবাদ।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর চাচাজ্বী।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ ।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
এখওয়ানআখী বলেছেন: অতি সুন্দর। তবে এনামটি এদেশে দয়াময়ের থেকেও অন্য অর্থে বেশী উচ্চারিত হয়।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
সনেট কবি বলেছেন: অনেকটা সেরকম।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
সাইন বোর্ড বলেছেন: নির্মল, সুন্দর, প্রার্থনার মতো !
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
তারেক_মাহমুদ বলেছেন: মুগ্ধ হলাম। ++
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
নতুন নকিব বলেছেন:
প্রথম মন্তব্যটি রেখে গেলাম শুভেচ্ছাসহ।