![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-বাইছ সকল সৃষ্টির পরম
পুনুরুজ্জীবনকারী। তাদের মৃত্যুর
পরেতে আবার বেজে জীবনের সুর
ঘটবে পুনুরুত্থান; সে এক বিস্ময়।
পাপীদের দূরবস্থা তখন চরম,
হবে বড় ভীতিকর। দুঃখের প্রহর
শুরুহবে, কষ্টকর বিষের কহর
সম হবে যেন সবে তখন সময়।
তারাতো বুঝেছে মরে হয়ে যাবে মাটি;
বুঝেনি এমন হবে। মহা সত্য সনে
তাদের ছিলনা সখ্য।সে কথা যে খাঁটি
হয়নি তখন কোন অবোধের মনে।
পুনুরুত্থানে চাইলে সাফল্যের ফল
সুপথে চলতে হয় বোধে অবিরল।
বায়িছু
বায়িছু পূণর্জীবন প্রদান করেন
মৃতকে বুঝিয়ে দিতে বিগত দিনের
কর্মফল ন্যায়দন্ডে কড়ায় গন্ডায়
সুবিচারে যেন আসে প্রশান্তি সবার।
অত্যাচারীতদের কি আকুতি আত্মায়
ঘুরে ফিরে জেগে উঠে মহাবিচারের
প্রত্যাশায় অনিবার, বায়িছু করেন
পূণর্জীবনে তাদের সে ইচ্ছা সার্থক।
আল্লাহ বায়িছু বলে হিসেব নিকেষে
অপেক্ষা থাকছে আরো, এখানেই শেষ
নয় জানে নিপিড়িত দূর্বল মানুষ।
অত্যাচারী অবশেষে বড় ধরা খেয়ে
হবে আক্রান্ত নিজের চেয়ে বড় এক
আল্লাহর বিচারিক আদালতে এসে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২
সাফাত আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আমাকে আপনাকে সবাইকে জান্নাত দিক । যদি শুনি মৃত্যুর পর আমার কোন আমল গ্রহণযোগ্য হয় নাই, তাহলে চিন্তা করুন, আমার ইহকালীন জীবনটা নিরর্থক হয়ে যাবে ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
সনেট কবি বলেছেন: আমল গ্রহণযোগ্য না হলেতো মহাবিপদ!
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৮
কানিজ রিনা বলেছেন: আমি তাদের সামনে ও পিছনে দেওয়াল
তুলে দিয়েছি তুমি যতই তাদের সতর্ক
করো তারা শুনবে না। যত রাসুল নবী
পাঠিয়েছি তারা বিদ্রুপ করেছে তাদের
সবাইকে আমার সামনে হাজির করা হবে।
তাদেরকে যদি বলা হয় আল্লাহ্ তোমাকে
যে রিজিক দান করেছে অভাব গ্রস্থদের
দান করো। তখন তারা বলবে কেন দান
করব আল্লাহ্ তাদের দান করবে।
নিশ্চয় তারা বিভ্রান্তির শিকার।
তুমি তাদেরকেই সতর্ক করো যারা আমার
প্রতি বিশ্বাস এনেছে। ধন্যবাদ,
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
সনেট কবি বলেছেন: কিছু লোকের ভ্রম তখন কাটবে যখন সেটা কাজে লাগবেনা।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:২২
নষ্টজীবন® বলেছেন: বাহ! চমৎকার সনেট, দারুণ কথামালা
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩২
নতুন নকিব বলেছেন:
বরাবরের মতই মুগ্ধতা মহান মালিকের নামের অনুপম সনেট পাঠে। শুভকামনা। +++
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: আমি আল্লাহর উপর ভরসা করি। সব সময় তার নাম নিই।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
সনেট কবি বলেছেন: যার আল্লাহ নেই তার কিছুই নেই।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
সৈয়দ ইসলাম বলেছেন:
সুবহানাল্লাহ প্রতিবারের মত এবারের সনেটও খুব ভাল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা যেন আমাদেরকে পুনরুত্থান পরবর্তী সম্পদ অর্জনের জন্য বাধ্য করেন, আমীন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন আমিন।
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩
সূচরিতা সেন বলেছেন: মৃত্যুর পরে সব এক মাটিতেই মিশবে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩২
সনেট কবি বলেছেন: এরপর আবার সবাইকে কর্মফল প্রদানের জন্য উত্তোলন করা হবে।
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ সনেট কবি -
সৃষ্টিকর্তা কি লোভী না নির্লোভ ?
নির্লোভ হলে তিনি এত তোষামোদ/প্রশংসা/ভজন পছন্দ করেন কেন ?
বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির সৃষ্টিকর্তা, তুচ্ছ মানুষের ইবাদতের জন্য এত কাতর কেন ?
মানুষের সামান্য প্রশংসার জন্য বেহেশতের প্রলোভন কেন , দোজখের ভয় দেখানো কেন ?
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
সনেট কবি বলেছেন: যার যেমন রুচি। আপনার মতের সাথে সৃষ্টিকর্তার মত মিলে যাওয়া জরুরী নয়।
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
ঠ্যঠা মফিজ বলেছেন: চম্যকার ভাবনা ভাই।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন আমিন।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০
মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
ল বলেছেন: ভালো লাগা