![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-মুতি মহাদাতা, দানে অফুরান
সমৃদ্ধ মহাজগৎ সাক্ষ্য দেয় তাঁর
চমৎকার দানের সেরা উপহার
কতখানি অনুপম বিচারে সার্বিক।
নদী বুকে পলি বয় জোয়ারের টান
জলজ সম্পদে ভরা সাগর অপার
স্থলভাগে ফসলের বিপুল বিস্তার
দীগন্তের সব দিকে সকল অধীক।
কি নেই জগৎ জুড়ে সব আছে তাতে
এসবের ভাবনায় করে অনুভব
মানুষেরা নেয় সব জীবন সাজাতে।
লোকে খাটে সুখ পেতে যতটা সম্ভব
মুতি দেন সে সকল নিজ মমতায়
তাঁর হাতে সকলের সৌভাগ্যের দায়।
মু’তিইউ
মুতিইউ দানকারী সাকুল্যে সকল
সবকিছু তাঁর থেকে মিলে পার্থনায়
যদি থাকে প্রাপ্যতার যোগ্যতা সঠিক
অপাত্রে কিছুই তিনি করেননা দান।
সুপাত্র-অপাত্র কারা মুতিইউ সেটা
যথাযথভাবে বুঝে তারপর তিনি
প্রার্থনা মঞ্জুর করে প্রদান করেন
যাকে যেটা দিতে চান বিবেচনা মতে।
নিজেরে যে যোগ্যভাবে নিজ চিন্তামতে
সেজন প্রাপ্তির ক্ষেত্রে অধিক অযোগ্য
এমন লোকের ঝুটে শুধুই বঞ্চনা।
নিজেকে পরের চেয়ে বড় মনে করা
ইবলিশি চরিত্রের ঘৃণিত নমুনা
প্রার্থনা কবুল হয় নম্র কামনায়।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯
টুটুল বলেছেন: অনেক ভালোলাগা রেখে গেলাম, আপনার ও আপনার কবিতার জন্য।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ কবি।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: চমৎকার
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ!
কুর্নিশ রইল।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ চৌধুরি ভাই।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬
মোঃ হোসাইন খাঁন বলেছেন: মহান আল্লাহ তায়ালার নাম নিয়ে আপনি অনেক সনেট লিখেছেন যা অসাধারণ ভঙ্গিমায় ফুটে উঠেছে। ভালোলাগা রেখে গেলাম ++++++++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪
রাজীব নুর বলেছেন: কত আরবী শব্দের অর্থ জানছি আপনার কল্যানে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এ কালের দার্শনিক।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৬
পলাশ রহমান বলেছেন: ভালো লাগলো।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
সামিয়া বলেছেন: অসাধারণ