![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আশ-শাহীদ পরম সাক্ষী মহাকালে
বিদ্যমান যাবতীয় বস্তু ও শক্তির
পরিপূর্ণ অবস্থার। সে জন্য ভক্তির
মহাযোগ্য সে বিধাতা গুণে অনুপম।
নেই কোন কিছু যাঁর দৃষ্টির আড়ালে
তাঁর কাজ করা নয় কোন অযুক্তির
বুদ্ধিমান সাথে থাকে এমন চুক্তির
যাতে হয় জীবনের কষ্ট উপশম।
লুকানোর নেই কারো কোন সক্ষমতা
তাঁর থেকে।বেহিসেবে কেউ পার পাবে
হবেনা এমন।লোকে দেখে নিরবতা
অপরাধ করে, তারা কোথায় পালাবে?
উপস্থিত নিরাকার প্রভু সবস্থানে
ভয়পায় তারা তাকেঁ যারা এটা জানে।
শাহীদু
শাহীদু নিখুঁত সাক্ষী সবার কাজের
অদৃশ্যে আছেন তিনি সকলের সাথে
কেরামন কাতেবীন লিখেছেন ভুল
এমন বলার সাধ্য সে কারণে নেই।
হাকীম জানেন নিজে অপরাধ মাত্রা
কেরামন কাতেবীন শুধুই লেখক
সেই সাথে আরো আছে ব্যবস্থা অনেক
সে কারণে অপরাধী পাবেনাতো পার।
একেতো নিজেই সাক্ষি সেই সাথে আছে
কেরামন কাতেবিন লিখিত দলিল
এরপর জেরাতর্কে ধরা খেতে হবে।
সেদিনের বিচারের নিখুঁত রায়েতে
খুশীহবে ফরিয়াদী সুবিচার পেয়ে
অপরাধী দলপাবে শাস্তি নিরন্তর।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৪
মেহেদী হাসান হাসিব বলেছেন: সুন্দর হয়েছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর ভাবধারা উপস্থাপন,,
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১০
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: ধর্মীয় বিষয় নিয়ে এত সুন্দর করে লেখা যায় আপনি না থাকলে বুঝতে পারতাম না।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯
হাবিব ইমরান বলেছেন: মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর। আল্লাহর নামের কবিতা পড়তেই ভালো লাগে।