নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-হাক্ক

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪



আল-হাক্ক মহাসত্য প্রমাণীত যাঁর
অস্তিত্ব একত্ব গুণ বাণী নবি সব
সৃষ্টি ও বাণীতে সেটা করে অনুভব
বুদ্ধিমান মানে তাঁকে মনপ্রাণ দিয়ে।
বোধগম্যতায় তাঁকে লাগে সাধনার
প্রচেষ্টা সুচারুরূপে যতটা সম্ভব
আলস্যে সে সত্য প্রতি সন্দেহ উদ্ভব
হয়ে দৃঢ় বিশ্বাসের মন যায় নিয়ে।

সত্যের প্রমাণ আছে পায় যদি খোঁজে
যে ভাবে সত্য নিজেই ধরা দিবে এসে
সে পায়না কোন সত্য তার কোন কাজে।
সে জন মিথ্যার স্রোতে যায় চলে ভেসে
নির্বোধের কাজ নয় সত্যে থাকা প্রীতি
মিথ্যায় আকন্ঠ ডুবা সে সবের নীতি।

হাক্কু

হাক্কু সত্য সর্বক্ষেত্রে, মিথ্যা নেই কোন
প্রমাণ লাগবে কত বে-শুমার আছে
খুঁজে তাকে নিতে হবে প্রয়োজন যার
সত্যে নেই প্রয়োজন ধরা দিতে নিজে।
যে পাবে সত্যের খোঁজ তার ভাল হবে
সে দেখবে অফুরান সুন্দর জগত
যাতে আছে রাশি রাশি আনন্দ সম্ভার
বিচরণ করে যাতে সে তন্ময় হয়ে।

অজ্ঞ দল অহেতুক মিছেমিছি বকে
সত্যপন্থি দলে তারা বোকাসোকা ভাবে
অথচ নিজেরা বোকা তা বুঝেনা তারা।
সত্য-মিথ্যা দ্বন্দ্বের অবশান নেই
মিথ্যাও নিজেরে করে সত্য দাবিদার
মৃত্যুতে মিথ্যার ভুল হবে পরিস্কার।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

পদাতিক চৌধুরি বলেছেন: বিমুগ্ধতা সত্যের সমাচারে । ++


শুভেচ্ছা প্রিয় কবিভাইকে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ চৌধুরি ভাই।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

হাবিব ইমরান বলেছেন: আল্লাহ কবুল করুন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

টুটুল বলেছেন: সুন্দর সনেট।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

শুভ্র বিকেল বলেছেন: দারুণ লিখেছেন প্রিয়, শুভ কামনা সবসময়।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী ভেরি গুড জব।
আমি মুগ্ধ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.