![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
মনিরা সুলতানার সাহিত্যিক মন
বেয়ে নেমে আসা স্নিগ্ধ মুক্তার দানার
মত অনিবার ঝর্ণা, গড়িয়ে অবার
হৃদয়ের কোনে কোনে মুগ্ধতা ছড়ায়।
সারল্যে সে মন যেন অন্তহীন বন,
তরুতলে বয়ে চলা স্রোতের বিস্তার
কূলে কূলে বয়ে চলে ছড়ায় বিস্তর
উর্বর সাহিত্য পলি হৃদ কিনারায়।
পাঠক হারায় বনে দেখে মনে বিন্দু
শিশির নরম রোদে, পদ্মের কোমল
রূপে মহিত মনের উতরোল সিন্দু
উপচে পড়েই তোলে ঢেউ সুনির্মল,
গড়িয়ে সে ঢেউ স্পর্শে সোনা ঝরা মাটি
অনুরূপ মনিরার মনখানা খাঁটি।
বিঃদ্রঃ আজকাল কাকে নিয়ে কবিতা লেখা হলো আর কাকে নিয়ে কবিতা লেখা হলো না সেটা যেন মনে রাখতে পারছিনা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
সনেট কবি বলেছেন: এডেটিং করে মনে হয় পথ খুঁজে পেয়েছি!
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী মনোমুগ্ধকর।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
সনেট কবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০
বাকপ্রবাস বলেছেন: খুবই সুন্দর ও সুখপাঠ্য হয়েছে
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,
স্রেফ এক কথায় আপনি ইউনিক। মুগ্ধতা একরাশ । ++
শুভেচ্ছা নিরন্তর।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ চৌধুরি ভাই।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা সহ ধন্যবাদ সনেট কবি
এ আপনার এক অনন্য ঐশ্বরিক দান , ঠিক ততখানি ই উদার আপনি !!!! সহ ব্লগার হিসেবে সবার প্রতি আপনার এমন সদয় মনোভাব প্রশংসার দাবীদার।
জানেন তো এ অনুভূতির তুলনা হয় না ! সবাই নিজেকে ভালোবাসে ,সাথে ভালোবাসে নিজের স্তুতি।
অনেক অনেক ধন্যবাদ চমৎকার অনুভবের জন্য।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২
সনেট কবি বলেছেন: এ কবিতায় অধিক রূপক জড়ো করে আমি নিজেই দিশেহারা হয়ে পড়ে ছিলাম। আবার এডিট করে কিছুটা পথ খুঁজে পেয়েছি। সাকূল্যে আপনাকে সঠিকভাবে রূপায়িত করতে চেয়েছি।আর যা বলার সেটা পাঠক বলবে। তবে যাঁকে নিয়ে আয়োজন তাঁর অনুভুতির প্রকাশ খুব ভাল হয়েছে। নিরন্তর শুভেচ্ছা আপনাকে।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭
ইব্রাহীম আই কে বলেছেন: সনেটের প্রতি আপনার ভালোবাসা দেখে বরাবরই অভিভূত হচ্ছি।
মনোমুগ্ধকর।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
সায়ন্তন রফিক বলেছেন: ব্লগার মনিরা সুলতানার লেখা পড়িনি। আপনার কবিতা পড়ে পড়বার ইচ্ছা জাগলো ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০
সনেট কবি বলেছেন: তিনি লেখালেখির দিক থেকে অনেকের প্রিয়।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় মনিরা আপুকে নিয়ে সনেটটি খুব ভালো লাগলো। দুজনের প্রতিই শুভেচ্ছা থাকলো।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১
সনেট কবি বলেছেন: আর আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
জুনায়েদ বি রাহমান বলেছেন: বরাবরের মতোই 'ভালোলাগা' জানালাম।
দুজনের জন্যই শুভকামনা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩২
জুন বলেছেন: নির্মল মনের অধিকারী মনিরাকে নিয়ে আপনার সনেট ততটাই কোমল হয়েছে যা মনকে ছুয়ে গেল এক গভীর মমতায় ।
আপনাকে অশেষ ধন্যবাদ সনেট কবি সবাইকে এত আন্তরিক ভাবে কাছে টেনে নেয়ার জন্য ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮
সনেট কবি বলেছেন: হয়ত আমি অন্যদের থেকে আলাদা ভাবে তাঁকে ভাবিনি। তারমানে অন্যরাও তাঁকে এমনটাই ভাবেন। যেমন আপনার ভাবনায় তিনি প্রকাশ পেয়েছেন। আমি হয়ত সনেটে সেটা তুলেছি।
১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্লগারদের নিয়ে সনেট সিরিজে সবার প্রিয় মনিরাপুকে নিয়ে সনেট অনবদ্য হয়েছে।
জুনাপু মনে হয় সবচে সহজ কথায় সরল ভাবে পূর্ন ভাবটি প্রকাশ করেছেন।
নির্মল মনের অধিকারী মনিরাকে নিয়ে আপনার সনেট ততটাই কোমল হয়েছে যা মনকে ছুয়ে গেল এক গভীর মমতায় ।
সহমত হতেই হবে।
ধণ্যবাদ সনেট কবি
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০
সনেট কবি বলেছেন: তাঁর মন্তব্যটাই মনে হয় এ পোষ্টের সেরা মন্তব্য।
১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
মিথী_মারজান বলেছেন: খুব খুব খুব প্রিয় ব্লগার মনিরা সুলতানা আপু অর্থাৎ আমার মন আপুর জন্য উপযুক্ত বিশ্লেষণে সনেট।
এমন সুন্দর করে লিখেছেন আমার তো মনেহল আপনি আপুকে ব্যক্তিগতভাবেও চেনেন!
প্রথম স্তবকটায় প্রিয় ব্লগার মনিরা সুলতানা আর শেষের স্তবকটায় একদম পারফেক্ট ব্যাক্তি মনিরা সুলতানা আপুর দেখা পেলাম।
কতটা গভীর মমতায় যে আপুকে এঁকেছেন তাতে মুগ্ধ নাহয়ে পারলাম না।
আপনাদের দুজনের জন্য আন্তরিক শুভকামনা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫
সনেট কবি বলেছেন: মানুষ এমন সুন্দর করে মন্তব্য করে কি করে বুঝতে পারিনা! আমি কেন পারিনা?
১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
জাহিদ অনিক বলেছেন:
সাধু ! সাধু !!!
সাধুবাদ জানাই
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০২
নতুন নকিব বলেছেন:
দুই কবির জন্য শুভকামনা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮
সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক ধন্যবাদ।
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮
স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু।
সনেটে মুগ্ধতা হে কবি।
মনিরাপু ও আপনার জন্য শুভকামনা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯
সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক অনেক প্রীশু।
১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০
মলাসইলমুইনা বলেছেন: সনেট কবি,
নদীতো আত্মীয় (মিথী_মারজান) পারফেক্ট এনালাইসিসের সাথে একমত হয়েও বলছি এই সনেটটা প্রিয় ব্লগারের কে নিয়ে লেখা বলে এতো ভালো লাগলো না আপনার সনেট ভালো হয়েছে আমি শিওর না I নো অফেন্স প্লিজ I
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১
সনেট কবি বলেছেন: হয়ত সনেট নয় হয়ত যাকে নিয়ে সনেট তিনিই একটু বেশী প্রিয়।
১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
মলাসইলমুইনা বলেছেন: সনেট কবি,
মিথি_মারজানের কথাই আমার কথা হিসেবে ভেবে নিন সনেট কবিতা রাজ্যের আলেক্সান্ডার !
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
সনেট কবি বলেছেন: ওমেরা ও অরফার ভাপু আপনিও কিন্তু কমনা। আমার ‘আল্লাহর অকাট্য প্রমাণ পুস্তকে আপনার একটা মন্তব্য ছাপা হয়েছে। সামনে সনেট কাব্যে আল-আসমাউল হুসনা বইটা করতে যাচ্ছি। বইটা শেষ হলে একত্রে পোষ্ট দেব আশা করছি তখন একটা মন্তব্যের জন্য এখন থেকে ভাবুন। আশা করি বিমুখ হবনা।
২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২
কাওসার চৌধুরী বলেছেন:
প্রিয় "মনিরা সুলতানা" আপাকে নিয়ে সনেট লেখার জন্য ধন্যবাদ প্রিয় সনেট কবিকে৷উভয়ের জন্য শুভ কামনা রইলো ৷ +++
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর প্রীতি ও শুভেচ্ছা।
২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
তারেক ফাহিম বলেছেন: প্রিয় মনিরাপুকে নিয়ে সনেট দেখে ভালো লাগলো শ্রদ্ধেয়।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
সনেট কবি বলেছেন: তবেতো দেখছি একটা ভাল কাজই হয়েছে।
২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
রায়হানুল এফ রাজ বলেছেন: দিন দিন আপনার সনেটে মুগ্ধ হচ্ছি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
সনেট কবি বলেছেন: পাঠকের সময়গুলো ভাল কাটা দরকার।
২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২
শাহরিয়ার কবীর বলেছেন:
আমাদের দুই প্রিয় কবির জন্য শুভ কামনা রইলো।।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭
সনেট কবি বলেছেন: অবশেষে কবি এলেন। স্রোতাদের মাঝে শুরু হলো আনন্দ হুল্লোড়।
২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবি আপুকে নিয়ে প্রিয় কবির সনেট পড়ে মুগ্ধ হয়ে গেলাম।
শুভকামনা রইল দুই জনের প্রতিই
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৮
নষ্টজীবন® বলেছেন: সুন্দর কাব্য, সনেট পড়ে মুগ্ধতা জানিয়ে গেলাম
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪১
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৯
রাকু হাসান বলেছেন: এমন জ্ঞানী গুণী লেখিকা কবি কে নিয়ে সনেট লেখায় সনেট কবি ও মনিরা আপু কে শুভেচ্ছা ও অভিনন্দন । ।উনার গল্প কবিতা পড়তে আমি ব্লগ বাড়িতেও যাই । তাই বেশি ভাল লাগছে সনেট লিখায় । সত্যিই মানুষের কমেন্ট বা মন্তব্যে বুঝা যায় সে কেমন । আমারও মনে হয়েছে তিনি খুব ভালো মনের মানুষ । দীর্ঘজীবী হোন দু’জনই ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪০
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: তার বিষয়ে আমি কিছু ব'লে উঠতে পারি না।
পু, ভালো থাকো।
২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: মনিরা আপুর লেখা সেই রকম।
আপনি তাকে নিয়ে খিলে খুৃব ভাল করেছেন।
দুজনকে জানািই প্রীতি ও অভিনন্দন।
২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬
সামিয়া আক্তার শেহা বলেছেন: খুবই সুন্দর ও মনোমুগ্ধকর।
৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪
শিখা রহমান বলেছেন: আপনার লেখা সনেটটি নীরাকে যথার্থই ধারন করতে পেরেছে। আপনাকে ও নীরাকে দু'জনকেই শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১২
চাঁদগাজী বলেছেন:
কবি পথ হারায়েছে!