নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-কাবী

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪



আল-কাবী অফুরান মহাশক্তিধর
সাজায়ে রাখেন সব মহাশক্তি দিয়ে
আবার করেন শেষ শক্তি কেড়ে নিয়ে
প্রাণশক্তি যুক্ত দেহ তাজা কচকচে।
শক্তিতে সকল ভাসে শূণ্যের উপর
টিকেও সকল থাকে শক্তির সঞ্চয়ে
শেষ হতে থাকে সব শক্তি ক্ষয়ে ক্ষয়ে
গেলেই প্রাণের শক্তি দেহ যায় পঁচে।

সবশক্তি নিয়ন্ত্রক আল-কাবী যিনি
এজগৎ গড়েছেন শক্তির নিরিখে
সব কিছুর নির্মাতা একমাত্র তিনি।
হবেনাতো শেষ তাঁর গুণ লিখে লিখে
যা আছে যে দিকে আছে অফুরান সব
অসীম সকল ক্ষেত্রে সে মহান রব।


কাভিয়্যু

কাভিয়্যু সকল ক্ষেত্রে শক্তিমান অতি
তাঁর শক্তি তুল্যে অন্যে নয়তো কিছুই
হয়ত এখন তিনি চুপ চাপ থেকে
দেখছেন ক্ষুদ্র তুচ্ছ মানুষ কী করে।
যে কালে দেখার শেষে ধরবেন তিনি
সে কালে রইবে সব মুঠির ভিতরে
চাপ দিলে কিচ কিচ করবে দাম্ভিক
মুরগীর বাচ্চাদের মত করে সবে।

দূর্বলের দাম্ভিকতা মারাত্মক ক্ষতি
ডেকে আনে ধরাখেলে সবলের হাতে
তখন কষ্টের আর থাকেনা কমতি।
কাভিয্যুর প্রতি হয়ে অবনত মন
সন্তুষ্টি বিধানে তাঁর সদা তৎপর
থেকে খুঁজে নিতে হবে জীবনের গতি।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন কবি! ভাল লাগা রেখে গেলাম মন্তব্যে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

হাবিব ইমরান বলেছেন: সুন্দর।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

নতুন নকিব বলেছেন:



অনাবিল মুগ্ধতা মহান রবের নামের সনেট প্রচেষ্টায়। +++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

সনেট কবি বলেছেন: প্রতিটি নামের গদ্য বর্ণনা আপনি লিখলে এবং সেই সাথে ফজিলত সহ একটা পুস্তক হলে প্রতিটি মসজিদে রাখার মতো হতো। আল্লাহ নিজেই এ নামগুলো সুন্দর নাম বলেছেন। তো এ নামের মহিমা নিয়ে পুস্তকের সাথে যারা জড়িত থাকবে তাদের সবার প্রতি যারা নাম তিনি সন্তুষ্ট থাকার কথা। দমেমিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। তাঁর নামে ভাল কিছু একটা হওয়ার জন্য চলুন না মন থেকে নেমে পড়ি। আসলেই একা ভাল কিছু হয়না। সবাই মিলে করলে হয়।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: সেই রকম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

শুভ্র বিকেল বলেছেন: দারুণ কবি, শুভেচ্ছা জানবেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

টুটুল বলেছেন: একটা বিষয়ে কথা বলতে চাই যদি অনধিকারচর্চা করে ফেলি, মাফ করবেন। বিষয়টা আপনারই একান্ত ব্যক্তিগত। আমার পক্ষ থেকে সাজেশন/পরামর্শ বলতে পারেন। আপনার কবিতাগুলো এক কথায় 'সুন্দর'। কিন্তু বিষয়ের দিক থেকে একই। বিষয়ে বৈচিত্র্য হলে, আমার মনে হয়, মন্দ হতো না। অন্যভাবে নেবেন না, দয়া করে। ভালো থাকুন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২

সনেট কবি বলেছেন: ‘সনেট কাব্যে আল-আসমাউল হুসনা’ নামে আল্লাহর ৯৯ নাম নিয়ে একটা বই করতে চাই। একজনের নাম বিধায় একটা কমন বিষয়তো থাকছেই। আর আমার সনেট সংখ্যা এ ব্লগেই সাড়ে আটশ কাজেই বৈচিত্রও রয়েছে। তো এখন এটা নিয়েই একটু ব্যস্ত থাকছি। হোকনা আল্লাহর নাম নিয়ে একটা সনেট কাব্য!

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

মনস্বিনী বলেছেন: সুন্দর কবিতা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের মতই সুন্দর। আমি এখন খুঁজে বেড়াচ্ছি , যেগুলোর আমার পড়া নেই সেগুলি চিহ্নিত করতে।


বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা শ্রদ্ধেয় করি ভাইকে।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: কথাটি কাভিয়্যু হলে পরের অংশের দ্বাদশ লাইনে কাভিয্যু হয়ে আছে। এই কমেন্টটিও প্লীজ ডিলিট করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.