![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-মাতীনু পরম সুদৃঢ় মনের
নিরিখে বিচার করে সর্বদা দেখেন
কাজের সঠিক দিক।হিসাব রাখেন
ভাল-মন্দ সবকিছু পরিপূর্ণতায়।
খুঁটি-নাটি সব দেখে অবাধ্য জনের
অবশেষে শক্তহাতে পাপীকে ধরেন
এভাবেই সুবিচার নিশ্চিত করেন
পড়েনা ঘাটতি তাঁর এ নৈতিকতায়।
অনড় যেথায় থাকে শাসনের ভীত
সেথায় জীবন থাকে শান্তিতে সচল
ঘটেনা সেস্থানে কোন কাজ অনচিত।
থাকলে নীতির কথা সময়ে অটল
না থাকলে নড়বড়ে আচার চরম
তবেতো সকল হবে নিতান্ত উত্তম।
মাতিনু
মাতিনু সুদৃঢ় অতি সিদ্ধান্তে সকল
সে কারণে তাঁর প্রতি আস্তা রাখা যায়
দিবেন যা বলেছেন দিবেন নিশ্চয়
সন্দেহের অবকাশ তাঁর ক্ষেত্রে নেই।
ভালকাজ যদি কেহ কায় মনে করে
একদিন এরফল অবশ্য মিলবে
তাঁর ক্ষেত্রে অকারণ কাজ করা নয়
বিফলে যাবেনা কারো নেক কাজ কোন।
মাতিনুর দৃঢ়তায় ধরবেনা চির
সে কারণে অপরাধী পাবেনাতো পার
হাসরের মাঠে ঠিক হবেই বিচার।
মাতিনু অসীম বলে অটল অসীম
দৃঢ়তায় তাঁর তুল্য আর কেহ নেই
থাকা তাঁর ভরসায় সবার উচিৎ।
আল-মাতিন নামের ফজিলত
- হাবিবুর রহমান (হাবিব স্যার)
আল-মাতিন আল্লাহ দৃঢ় সর্বাধিক
সিদ্ধান্তে অটল তিনি অতীব সঠিক,
মাতিনের হুকুমাত নয়তো অযথা
কাফিরের অনুমান হয়ে যাবে বৃথা।
চারিদিকে নেয়ামত যত পাও সদা
সবকিছু মেনে চলে মাতিনের কথা,
আল্লাহর ইবাদতে গাছ-লতা-পাতা
সততই সিজদাতে নোয়ায় সে মাথা।
কাঙ্খিত পদ-পদবী চাও যদি পেতে
মাতিনের হুকুমাত হবে মেনে নিতে
তাহলেই সুখে রবে সদা সত্য পথে।
পেতে যদি চাও তুমি দায়িত্বের ভার
তিনশত ষাট করে পড়ো রবিবার
মাতিনের স্মরনেই থেকো ইবাদতে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
নজসু বলেছেন: আপনি দারুণ লেখেন শ্রদ্ধেয়।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
আপনার প্রতিভায় আমি মুগ্ধ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
টুটুল বলেছেন: সুন্দর!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
আলোর পথে বিডি বলেছেন: কবিতাগুলি সুন্দর। জাজাক আল্লাহ খাইরান ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৮
হাবিব বলেছেন:
আল-মাতিন নামের ফজিলত
আল-মাতিন আল্লাহ দৃঢ় সর্বাধিক
সিদ্ধান্তে অটল তিনি অতীব সঠিক,
মাতিনের হুকুমাত নইতো অযথা
কাফিরের অনুমান হয়ে যাবে বৃথা।
চারিদিকে নেয়ামত যত পাও সদা
সবকিছু মেনে চলে মাতিনের কথা,
আল্লাহর ইবাদতে গাছ-লতা-পাতা
সততই সিজদাতে নোয়ায় সে মাথা।
কাঙ্খিত পদ-পদবী চাও যদি পেতে
মাতিনের হুকুমাত হবে মেনে নিতে
তাহলেই সুখে রবে সদা সত্য পথে।
পেতে যদি চাও তুমি দায়িত্বের ভার
তিনশত ষাট করে পড়ো রবিবার
মাতিনের স্মরনেই থেকো ইবাদতে।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২০
সনেট কবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন। মন ভরে গেল।
৭| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
হাবিব বলেছেন: মাতিনের হুকুমাত নয়তো অযথা
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১
সনেট কবি বলেছেন: ঠিক করে দিয়েছি।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
তারেক_মাহমুদ বলেছেন: বাহ সুন্দর। +