![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
পরম পবিত্র প্রভু আস-সোবাহান
অন্যায় নাপাকি ভুল দোষ-ত্রুটি থেকে
দেখেছি হিসেব করে সব একে একে
কোথাও কাজেতে তাঁর নেই কোন খুঁত।
মানুষের মনে থাকে অন্যায়ের টান
কিছুতে থাকেনা মন সুপথ ও নেকে
মিলেনা তাদের সাড়া ভাল কাজে ডেকে
মরে নাকি তারা সব হয়ে যাবে ভুত!
আস-সোবাহানে যদি কারো থাকে মতি
মন্দ এসে ছন্দ তার করেনা ভন্ডুল
সুকাজেতে অনবদ্য থাকে তার গতি।
কূ-পথে মনের রঙ বদলে আমুল
বুঝেনা অবুজ সব কোথা চলে যায়
পরকালে তারা সব হবে নিরুপায়।
সোবাহান
সোবাহান ত্রুটিমুক্ত দোষহীন এক
পরম পবিত্র প্রভু সকল সময়
যাঁর মাঝে নেই কোন নাপাকী সামান্য
সকল বিষয়ে তিনি নিখুঁত উত্তম।
যারা জানে তারা তাঁকে প্রভু বলে মানে
অজ্ঞদের দল শুধু তাঁকে ছেড়ে যায়
বুঝেনা কোথায় তারা পথ ভুলে আছে
নির্বোধ বিপদে পড়ে উল্টা পথে হেঁটে।
সোবাহানে স্মরণেতে রেখে রাত দিন
দয়া তাঁর যথাযথ যদি পায় কেউ
কপালটা ভাল তার হবে পরকালে।
আর যারা অবোধের মত পথ চলে
কোথা হতে কোথা যায় বুঝেনা নিজেই
তাদের বিপদ হতে অপেক্ষা সামান্য।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯
সনেট কবি বলেছেন: গুড
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫
ল বলেছেন: অসাধারণ অভিপ্রকাশ প্রিয় সনেট কবি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাজিরা দিয়ে গেলাম মামা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
সনেট কবি বলেছেন: বেশ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২
সুদীপ কুমার বলেছেন: আমিও হাজিরা দিয়ে গেলাম।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩
সনেট কবি বলেছেন: ভাল।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৬
সূর্যালোক । বলেছেন: বাংলাদেশে সনেট কবির সংখ্যা অনেক কম । কেউ থাকলেও জানি না । আপনাকে ব্লগে দেখি অনেক সুন্দর সনেট লিখেন । মনিরা নামের এত ব্লগারকে নিয়ে সনেট ও খুব ভাল লাগছে ।
রাঙ্গা স্বপ্ন আমার
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪
রাকু হাসান বলেছেন: ভাল লিখেছেন । সনেট কবি মনে হয় আরেক টি রের্কড এর দিকে যাচ্ছে । শুভকামনা
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২
সনেট কবি বলেছেন: দোয়া করবেন যেন কিছু করে দেখাতে পারি।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৫
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর প্রিয় কবি, আপনার ইসলামী সনেটগুলি অনেক উৎসাহ ব্যাঞ্জক।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩
সনেট কবি বলেছেন: দোয়া করবেন যেন ইসলামের খেদমত করতে পারি।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩১
নতুন নকিব বলেছেন:
প্রচেষ্টা অব্যহত থাকুক। সুন্দর।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: শুভ সকাল চাচাজ্বী।
খুব সুন্দর সনেট।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব। আল্লাহ আপনার মঙ্গল করুন।
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: না পড়া আরো একটি সনেট। সুন্দর।
' ভন্ডুল 'একটু টাইপো হয়ে আছে।
শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬
অচেনা হৃদি বলেছেন: অনেকদিন আপনার একটা সনেট পড়লাম।