![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-হামীদ পরম প্রশংসিত, নিজ
অনুপম কর্মগুণে, অসীম সত্ত্বায়
সকল শক্তির যোগে। অপার মায়ায়
গড়েছেন সৃষ্টি রাজ্য অনন্য সুন্দর।
ফলের ভিতরে থাকে সে ফলের বীজ
তার থেকে বৃক্ষ-তরু লতায় পাতায়
রোদে প্রশান্তি দেওয়া শীতল ছায়ায়
তাঁকে স্মরে বুদ্ধিমান, কৃতজ্ঞ অন্তর।
যে চোখে রয়েছে পর্দা দেখেনা সে চোখ
বিস্তৃত মহিমা তাঁর। দেহ প্রকৌশল
কি চমৎকার অঙ্গ চর্ম চুল নখ
আলাদা চেহারা হয়ে, মানব সফল
বিচারিক কার্যক্রমে।বুঝে বুদ্ধিমান
অফুরান সে মহান প্রভুর সম্মান।
হামীদু
হামীদু হে প্রশংসিত সকল কাজেতে
তোমার দোষের কিছু নেইতো কোথাও
মানুষে এমন বলা অমূলক সব
সত্য নেই দোষারোপে তোমার বেলায়।
কোন গুণে নেই যাঁর কোনই অভাব
তাঁর দোষ কোথা হতে আবিষ্কার হবে?
হামীদু বেলায় এটা হবেনা সঠিক
সত্যমতে তাঁর দোষ ধরা অসম্ভব।
হামীদু তোমার গুণ অবাক বিস্ময়ে
দেখছি তোমার কাজে সারাটা জীবন
সুষ্টি সব দেখি আমি দৃষ্টি মেলে মেলে।
কত সৃষ্টি চার দিকে ছড়ানো ছিঁটানো
তাতে মিলে আপনার কাজের হিসাব
সেজদায় পড়ে থাকি সর্বদা সেজন্য।
আল-হামিদ নামের ফজিলত
- হাবিবুর রহমান (হাবিব স্যার)
আল-হামিদ আল্লাহ মহা প্রশংসিত
কল্যান মহিমা সব তারই আনিত,
প্রশংসাতে হামিদের গুণগান করো
মন্দভাব দূর হবে মান হবে বড়।
আপনার অনিচ্ছায় হবেনা অকর্ম
প্রশংসনীয় সতত এ নামের মর্ম
সতত সুন্দর হবে সকল কল্যানে
আল-হামদু সূরাতে সর্বদায় স্মরো।
দেখছো যত মহান শত নেয়ামত
হামিদের মহিমায় পাবে সত্য পথ
এ নামেরই জিকেরে পাবেই জান্নাত।
দুনিয়াতে মেনে নাও তাঁর মতামত
আল্লাহর নামে সদা ঈমানে শপথ
আল-হামদু সিফাতে আদায়ে সালাত।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব সুন্দর লিখেছেন সনেট কবি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা জানবেন।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২
অভিশপ্ত জাহাজী বলেছেন: এই অন্তঃচক্ষু বন্ধ বলেই তো তাহার মহিমা বুঝিনা কভু।
চামড়ার চোখ কেবলই তো রূপ মাধুর্য্য খোঁজায় ব্যস্ত।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
সনেট কবি বলেছেন: তাঁকে বুঝতে পারা খুব জরুরী।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪
hayet777 বলেছেন: সনেট কবি,পরমের উদ্দেশ্যে এর চাইতে আর বড় অর্ঘ্য আর কি হতে পারে..শ্রদ্ধান্জলী
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯
সনেট কবি বলেছেন: শৈশব থেকেই তাঁকে নিয়ে ভাবছি। তিনি আসলেই তাঁর নিজের মত।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯
রাকু হাসান বলেছেন: ভালো লিখেছেন
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: বিশ্বের প্রধান সমস্যা স্রষ্টাকে ভুলে থাকা। নিজেকে জানতে পারলে তাকে জানা যায়। তাকে অনুধাবন করা, তাকে নিয়ে লেখা অনেক কঠিন কাজ। শ্রদ্ধা জানাই সনেট কবি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৭
সনেট কবি বলেছেন: স্রষ্টাকে নিয়ে ভাবার সময় অনেকের নেই। অনেকে আবার এটা দরকারও মনে করেনা। মানুষ দিশেহারার মত ছুটে চলছে। অথচ স্রষ্টার ভাবনা মাথা ঠান্ডা রাখে।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮
ল বলেছেন: আল হামীদ ----{যারা দুস্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে, আমি তাদেরকে সে লোকদের মত করে দেব, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং তাদের জীবন ও মুত্যু কি সমান হবে? তাদের দাবী কত মন্দ } (সূরা: আল-জাছিয়া, আয়াত: ২১
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫০
সনেট কবি বলেছেন: ভাল বলেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৭
মাহমুদুর রহমান বলেছেন: মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর একটি লাইন ''ফলের ভেতরে থাকে সে ফলের বীজ''।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! অপূর্ব।
শুভেচ্ছা নিয়েন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
১১| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৭
হাবিব বলেছেন:
আল-হামিদ নামের ফজিলত
আল-হামিদ আল্লাহ মহা প্রশংসিত
কল্যান মহিমা সব তারই আনিত,
প্রশংসাতে হামিদের গুণগান করো
মন্দভাব দূর হবে মান হবে বড়।
আপনার অনিচ্ছায় হবেনা অকর্ম
প্রশংসনীয় সতত এ নামের মর্ম
সতত সুন্দর হবে সকল কল্যানে
আল-হামদু সূরাতে সর্বদায় স্মরো।
দেখছো যত মহান শত নেয়ামত
হামিদের মহিমায় পাবে সত্য পথ
এ নামেরই জিকেরে পাবেই জান্নাত।
দুনিয়াতে মেনে নাও তাঁর মতামত
আল্লাহর নামে সদা ঈমানে শপথ
আল-হামদু সিফাতে আদায়ে সালাত।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০
সনেট কবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
হাবিব ইমরান বলেছেন: nice ....