![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-হাইয়্যু পরম আয়ুর মহান
চিরঞ্জীব অবিনাশি অমর অক্ষয়
মহিমাময় বিধাতা, সবার আশ্রয়
অফুরন্ত নেয়ামত প্রদানে সক্ষম।
সমগ্র জগৎজুড়ে সে প্রভুর দান
কখনো ফুরিয়ে যাবে নেই কোন ভয়,
তিনি ছাড়া এ সকল অন্য কারো নয়
সব ক্ষেত্রে তাঁর সব রয়েছে উত্তম।
অনিন্দ সুন্দর কত সৃষ্টি কারুকাজ
চিরঞ্জীব গড়েছেন মনোরমা সব
ষোল আনা লাভ হয় করে তাঁর কাজ
হৃদয়ে প্রশান্তি আনে তাঁর অনুভব।
না মরে এমন প্রভু ভরসা সবার
তাঁর স্নেহ বিনে হয় জীবন অসার।
হাইয়্যু
হাইয়্যু অক্ষয় থেকে চিরঞ্জিব তিনি
তাঁকে জড় ভাবা হলো অজ্ঞতা ভীষণ
তাঁর কারুকাজ তাঁকে বলেনা যে জড়
নির্বোধ শুধু সেকথা বুঝতে অক্ষম।
চিরঞ্জিব আত্মাহলো অনন্ত অসীম
বের হয়ে সে আত্মার প্রস্থান কোথায়?
সে জন্য হলেন তিনি সদা চিরঞ্জিব
অবিনাশি বলে তাঁর নেইতো বিনাশ।
আত্মা শক্তি, শক্তি থাকে সম্পূর্ণ আধাঁরে
মহাশূণ্যে প্রথমেই হয়েছেন বলে
মহাশূণ্য জুড়ে তাঁর হয়েছে বিস্তৃতি।
এখন অসীম হয়ে স্থান নেই যেতে
মহাশূণ্য ছেড়ে আর কোথায় যাবেন?
সে কারণে চিরঞ্জিব, এ বুঝা সহজ।
"আল-হাইয়্যু" নামের ফজিলত
- হাবিবুর রহমান (হাবিব স্যার)
আল-হাইয়্যু সতত মহাচিরঞ্জীব
সর্বদা জীবন্ত সঁত্তা নিভেনা প্রদীপ,
তাঁর হুকুমেই সব প্রাণীর মরণ
তাঁর ইচ্ছাতেই ফিরে লুকানো জীবন।
আল-হাইয়্যু নামের মহিমা যে কতো
এ নামেই সেরে উঠে অসুখের ক্ষত
মুমিনের ভয় নাই তাঁর শত গুণ
খুশিতে আল্লাকে রাখো পাবে তাঁর মন।
কঠিন অসুখ হয় কখনো সারেনা?
দিন যায় বাড়ে যায় অসুস্থ কমেনা?
আল-হাইয়্যু স্মরণে রাখো সর্বদা।
প্রতিদিন পাঁচবার (দৈনিক) সালাতে
রুগ্ন ব্যক্তির শিয়রে স্মরো ঐ নামেতে
অন্তরে প্রশান্তি পাবে বাড়বে মর্যাদা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
হাবিব ইমরান বলেছেন: অসাধারণ ভালো লাগলো। আল্লাহ কবুল করুন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ! মনোমুগ্ধকর।
শুভেচ্ছা ও ভালবাসা শ্রদ্ধেয় কবিভাইকে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
মাহমুদুর রহমান বলেছেন: শেষের লাইন দুটো বড় চমৎকার।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫
রাজীব নুর বলেছেন: ছয় নম্বর লাইনটা কেমন অসামঞ্জস্য লাগছে।
একটা 'কোন' বাদ দিয়ে দেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪
সনেট কবি বলেছেন: বাদ দিয়েই দিলাম। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬
প্যালাগোলাছ বলেছেন: ভালো লিখেছেন
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল, ধন্যবাদ কবি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
মসীহ্ বলেছেন: ভালো লেগেছে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৯| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
হাবিব বলেছেন:
"আল-হাইয়্যু" নামের ফজিলত
আল-হাইয়্যু সতত মহাচিরঞ্জীব
সর্বদা জীবন্ত সঁত্তা নিভেনা প্রদীপ,
তাঁর হুকুমেই সব প্রাণীর মরণ
তাঁর ইচ্ছাতেই ফিরে লুকানো জীবন।
আল-হাইয়্যু নামের মহিমা যে কতো
এ নামেই সেরে উঠে অসুখের ক্ষত
মুমিনের ভয় নাই তাঁর শত গুণ
খুশিতে আল্লাকে রাখো পাবে তাঁর মন।
কঠিন অসুখ হয় কখনো সারেনা?
দিন যায় বাড়ে যায় অসুস্থ কমেনা?
আল-হাইয়্যু স্মরণে রাখো সর্বদা।
প্রতিদিন পাঁচবার (দৈনিক) সালাতে
রুগ্ন ব্যক্তির শিয়রে স্মরো ঐ নামেতে
অন্তরে প্রশান্তি পাবে বাড়বে মর্যাদা।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
সায়ন্তন রফিক বলেছেন: ভালো লাগলো।