| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সনেট কবি
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-ওয়াহিদ যিনি অসীমত্ত্বে এক
অদ্বিতীয় নিরাকার প্রভু চিরন্তন
সকল কাজেতে তাঁকে হয় প্রয়োজন
কোন কাজ নেই তাঁর অপারগতায়।
অনেকের ভাবনায় ঈশ্বর অনেক
যদিও সকল পারে শুধু একজন
তথাপি অন্যের কেন ভক্তি আয়োজন
আসেনা এমন কিছু বোধগম্যতায়।
একের সুনাম গাঁথা অন্য ক্ষেত্রে বলে
এ ভুল বুঝলে শেষে নিজেই নিজের
ছিঁড়বে মাথার চুল অনুতাপ হলে।
একের অনুদানের বদলে অন্যের
পুজা-পাঠ ভক্তি গাঁথা ইবাদত অতি
এসবের হবে খুব মন্দ পরিনতি।
ওয়াহিদু
ওয়াহিদ এক প্রভু শরিকানা নেই
একাই সকল তিনি নিয়ন্ত্রণ করে
করেছেন সুশৃঙ্খল সমগ্র জগৎ
তাঁর কাজে কোন ত্রুটি নেই কোনখানে।
একের অধীক হলে প্রভু এ জগতে
সকলের দ্বন্দ্বে পড়ে সব হয়ে শেষ
অবশিষ্ট রয়ে যেত শুধু মহাশূণ্য
বাস্তবতা বলে দেয় প্রভু শুধু এক।
কেউ বলে আছে আর কেউ বলে নেই
কেউ বলে কতজন ভাগেযোগে আছে
আল্লাহ জানেন তিনি একাই আছেন।
বাস্তবতা ওয়াহিদে করছে প্রমাণ
অন্যসব অযোক্তিক মতলয়ে আছে
যুক্তি বিজ্ঞান বিবেক ওয়াহিদ পক্ষে।
আল-আহাদ
সাকুল্যে পরম এক আল-আহাদের
প্রভুত্বের ভাগিদার নেই কোন জন
সকলের একমাত্র সে প্রভু আপন
জগৎ সমূহ জুড়ে মহামমতায়।
তিনি একা করেছেন সুষ্টি আমাদের
দিয়েছেন স্বযতনে স্নেহের আসন
সেজন্য তার স্মরণে থাকে প্রাণ-মন
কৃতজ্ঞ অন্তরে তাঁর গুণ মুগ্ধতায়।
প্রভু তিনি ইবাদত হবে তাঁর প্রতি
একমাত্র এতে তাঁর একা আছে হক
বুদ্ধিহীন ভুলে ছুটে অপরের প্রতি।
ভুল পথে যে সবের মনটা আটক
তাদের কপালে ভাল থাকবেনা কিছু
অযথা ছুটছে তারা অপরের পিছু।
আহাদ
আহাদ একক আর একমাত্র প্রভু
প্রভুত্বের ক্ষেত্রে কারো ভাগ নেই আর
লা শারিক আল্লাহর কর্তৃত্বে সমগ্র,
তাঁরে ছেড়ে অন্য জনে ডাকা ভুল কাজ।
অন্যে ডেকে প্রাপ্তি মিলে তাঁর করুনায়
প্রার্থীর কষ্টতে চুপ থাকতে না পেরে
আল্লাহ এমন জনে করেন প্রদান
যদিও সে ধন্যবাদ ভুল স্থানে যায়।
যার প্রাপ্য তারে দাও নহে অন্য জনে
পরীক্ষা সময় যদি ভুল কাজে কাটে
ফলাফল হি হবে তা’ কর অনুমান।
আহাদ দেখেন সব নির্বোধের কাজ
সুবোধের জন্য আছে মহা পুরস্কার
একনিষ্ঠ এসবের চিন্তায় থাকেন।
"আল-ওয়াহিদুল আহাদ" নামের ফজিলত
-হাবিবুর রহমান (হাবিব স্যার)
ওয়াহিদুল আহাদ এক অদ্বিতীয়
করুনা অসীম তাঁর সেঁ অপরিমেয়,
নাই তাঁর শরিকানা মহা সোবহান
সন্তান-সন্তুতি নাই বড় তাঁর মান।
ধ্বংস অভিশাপে তুমি ভেসে যেতে পারো
ওয়াহিদ নাম যদি অস্বীকার করো,
ওয়াহিদের জিকিরে আহাদে ঈমান
ওপারে নির্ভয়ে পাবে সজ্জিত বাগান।
সহস্রবার পাক নাম আহাদ স্মরণ
এ আমলে' পেয়ে যাবে নেক সুসন্তান
ওয়াহিদের গুণে তা আহাদের দান।
সতত শত্রুর ভয়ে যাও যেন মরে?
মনে হয় এই বুঝি নিয়ে যায় ধরে?
নৈকট্য আহাদে পাবে নির্ভয় কল্যান।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২|
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: চালিয়ে যান কবি ভাই। ইনশাআল্লাহ আমরা পড়বো
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩|
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
বাকপ্রবাস বলেছেন: হুম। খুব সুন্দর। তওহীদের বাণী।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪|
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
নজসু বলেছেন: আমরা কেউই মন্দ পরিণতি চাইনা।
আমরা সহজ সরল পথে চলতে চাই।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫|
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
মেহেদী হাসান হাসিব বলেছেন: সনেট কবি – বরাবরের মত এটাও ভাল লেগেছে। ধন্যবাদ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬|
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। সাজানো গুছানো।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৭|
১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
হাবিব বলেছেন:
"আল-ওয়াহিদুল আহাদ" নামের ফজিলত
ওয়াহিদুল আহাদ এক অদ্বিতীয়
করুনা অসীম তাঁর সেঁ অপরিমেয়,
নাই তাঁর শরিকানা মহা সোবহান
সন্তান-সন্তুতি নাই বড় তাঁর মান।
ধ্বংস অভিশাপে তুমি ভেসে যেতে পারো
ওয়াহিদ নাম যদি অস্বীকার করো,
ওয়াহিদের জিকিরে আহাদে ঈমান
ওপারে নির্ভয়ে পাবে সজ্জিত বাগান।
সহস্রবার পাক নাম আহাদ স্মরণ
এ আমলে' পেয়ে যাবে নেক সুসন্তান
ওয়াহিদের গুণে তা আহাদের দান।
সতত শত্রু র ভয়ে যাও যেন মরে?
মনে হয় এই বুঝি নিয়ে যায় ধরে?
নৈকট্য আহাদে পাবে নির্ভয় কল্যান।
১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
সনেট কবি বলেছেন: যতই আপনার সনেট পড়ছি ততই মুগ্ধ হচ্ছি। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৮|
১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
হাবিব বলেছেন: সতত শত্রুর ভয়ে যাও যেন মরে?
১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
সনেট কবি বলেছেন: ঠিক করে দিয়েছি প্রিয় কবি এবং পোষ্টের অন্তর্ভূক্ত করে দিয়েছি।
৯|
১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: এই সনেটটি রচনা কালে বোধ হয় আপনি খুব কম সময় দিয়েছেন। যে কারণে সবচেয়ে বেশি টাইপো চোখে পরল।
অসীমত্বে, তিনি একা করেছেন সৃষ্টি আমাদের, সযতনে/ সযত্নে, করুণায় ,
ফলাফল কি হবে তা কর অনুমান- এই লাইনে হি না করে কি বোধ হয় হবে।
দয়া করে এই কমেন্টটা ডিলিট করবেন।
১০|
১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই ,
চেক করতে এসে বুঝলাম, এই সনেটটিও আমার পড়া হয়নি।
বরাবরের মতই সুন্দর ।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
এ.এস বাশার বলেছেন: বরাবরের মতই সুন্দর......
প্রীতি ও শুভেচ্ছা নিয়েন...