![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
মহা অপমানকারী আল-মুযিল্লুর
ক্রোধানল দুর্নিবার জ্বলে, মহাঠক
জুলুমবাজ জালিম মহাপ্রতারক
পাপীদের অপমানে শায়েস্তা করায়।
বেকুব তামাশাকারী বেয়াদব ক্রুর
অন্তর আঘাতকারী মহামারাত্মক
তামাশা সর্বদাকরে। আচারে উল্লুক
সকলে হিসাব হবে কড়ায় গন্ডায়।
জঘণ্য অন্যায়কারী দেখবে সম্মুখে
কি ভীষণ অপমান!ভাবেনি দূর্জন
দেখবে এমন দিন নিজের দু’চোখে।
নিজেরে বেকুব মেনে ভাববে তখন
এমন অসভ্য ছিল তার মন মতি,
যাতে ভুগতেই হবে অসহ্য দূর্গতি!
মুযিল্লু
মুযিল্লু অবাধ্য জনে অপমানকারী
এ ক্ষেত্রে ইবলিশের উপমা প্রথম
সে পারেনি আল্লাহর কথা মেনে নিতে
সে জন্য সে হারিয়েছে নিজের সকল।
নিষ্ঠুর দাম্ভিক জন এখন বুঝেনা
কি হাল তাদের হবে অবকাশ পরে
অপমান কাকে বলে দেখবে সে সব
অপরাধী আল্লাহর বিচারের পর।
আল্লাহর অপমান ভীষণ কঠিন
অকল্পনীয় এমন যার অনুমান
অসম্ভব সে কারণে আত্মরক্ষা ভাল।
আল্লাহর অপমান থেকে রক্ষা পেতে
উপায়টা হলো থাকা বাধ্যতায় তাঁর
নতুবা শেষেতে হবে সমূহ বিপদ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯
এ.এস বাশার বলেছেন: শুভ সকাল... প্রথমেই আপনার সুন্দর কবিতা পড়তে পেরে ... আল্লাহর শুকরিয়া করছি...
জুলুমবাজ, জালিম মহাপ্রতারক পাপিদের নিপাতন হোক...আল্লাহ আমাদের এদের কু-দৃষ্টি, কু-কলা থেকে হেফাযত করুন,, আমিন.....
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: আল-মুযিল্লু বেশি আমাদের সমাজে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৪
সনেট কবি বলেছেন: সম্ভবত আপনার এ মন্তব্য লাইন মিস করেছে।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
ল বলেছেন: ওটা মিছ করছিলাম।
এসে পাঠে সুধা পান করে গেলাম।
ধন্যবাদ সনেট বিশারদ
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯
মাহমুদুর রহমান বলেছেন: সকলে হিসাব হবে কড়ায় গন্ডায়।
এদের অন্তর,চোখ,কান মহান আল্লাহ সিলগালা করে দিয়েছেন।কারন এরা নিঃসন্দেহে পাপী।পাইটু পাই করে এদের থেকে হিসেব নেওয়া হবে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই,
চেক করছিলাম এখন পর্যন্ত আমার পড়া হয়নি; এমন সনেট আছে কিনা। আল- মুযিল্লুকে পেয়ে গেলাম।
শ্রদ্ধা ও শুভকামনা জানবেন ।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০
পদাতিক চৌধুরি বলেছেন: একটা বানান একটু কনফিউশন হচ্ছে। দয়া করে একটু দেখে নিন। সাথে সাথে কমেন্টটির ডিলিট করার অনুরোধ রইলো।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৬
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল হয়েছে সনেট কবি। ভালবাসা রইল।