![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আস-সামাদ পরম অমুখাপেক্ষির
অবস্থানে বিদ্যমান মহানিরভাব
সত্ত্বায় সে তাঁর নেই কিছুর অভাব
অনন্ত অসীম তিনি চির মহিয়ান।
বিরুদ্ধে দাঁড়াতে তাঁর নেই কোন বীর
কোনখানে কোনজন, সবার স্বভাব
পালায় সে তাঁর ভয়ে, সেজন্য সদ্ভাব
রাখে তাঁর সাথে সব বিজ্ঞ বুদ্ধিমান।
পদার্থ সে তাঁর মাঝে আছে শক্তিরূপে
আর সব শক্তি আছে অসীম মাত্রায়
সেজন্য অভাব তাঁর নেই কোন রূপে।
তাঁর মাঝে নেই কোন অভাবের দায়
যে তাঁর অবাধ্য তার মন্দ পরিণতি
হয়না এদের কোন জীবনে সুগতি।
ছামাদু
ছামাদুর নিরভাব গুণের কারণে
তাঁর মাঝে আছে সব অসীম মাত্রায়
বিবেক অভাবে কেউ অপরাধ করে
না হয়ে তেমন তিনি মুক্ত এর থেকে।
পদার্থ শক্তির রূপে শক্তি নিজ রূপে
সত্ত্বাজুড়ে আছে তাঁর অসীম মাত্রায়
সে কারণে নিরভাব সত্য এ দাবীতে
বিদ্যমান রয়েছেন ছামাদু সর্বত্র।
ছামাদু কোথাও যদি নাইবা থাকেন
সেই স্থানে সত্ত্বা তাঁর শূণ্য ধরা হয়ে
সত্ত্বায় অভাব তাঁর গণ্য করা হয়।
যে স্থানেতে সত্ত্বা তাঁর যতটুকু নেই
সে স্থানেতে ততটুকু অভাব স্বীকারে
ছামাদুর অস্বীকার করা হয় তাতে।
"আস-সামাদ" নামের ফজিলত
-হাবিবুর রহমান (হাবিব স্যার)
.........................................
অমুখাপেক্ষী আল্লাহ সকল কল্যানে
অভাবমুক্ত তিনিই, সব তার দানে,
স্বয়ংসম্পূর্ণ সত্তাকে স্মরো একমনে
জীবনটা ভরে যাবে মানে আর ধনে।
সত্যবাদী হবে তুমি কর্ম সাধনায়
প্রশান্তির সুধা পাবে দুঃখ বেদনায়,
শেষ রাতে সিজদায় সামাদকে ডাকো
পেয়ে যাবে আল্লাহকে নিঝুম সে ক্ষনে।
জালিমের জ্বালা হতে সামাদের গুণে
মুক্তি মিলবেই জেনো শত্রু আক্রমনে
সামাদের ক্ষমতায় যশ-পদ-খ্যাতি।
তাঁর কাছে পাবে খুঁজে শান্তি অনাবিল
ভূলোকের অধিপতি নাই কারো মিল
জীবন আলোকময়ে এ নামের জ্যোতি।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: আপনার লেখা বরাবরই ভাল লাগে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
স্রাঞ্জি সে বলেছেন:
খোদা সবার সৃষ্টকারী। তাঁরে কে ঠেক্কা দিবে।
কবিতায় ভাল লাগা
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
মহান আল্লাহর গুণবাচক ৯৯ নাম সমূহের অন্যতম গুণবাচক একটি নাম "আস-সামাদ"
আল্লাহর গুণবাচক নাম নিয়ে রচয়িত সনেট এই প্রথম পড়লাম। বেশ ভালো লেগেছে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮
এ.এস বাশার বলেছেন: অসাধারন,,,,, আমরা অমুখাপেক্ষির গোলাম......
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
রাকু হাসান বলেছেন: সব সময় মুগ্ধ হই সনেটে
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭
ল বলেছেন: স্যার,
আল্লাহর ৯৯ টি নাম নিয়ে সনেটর একটি প্রকাশনা দেন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৬
সনেট কবি বলেছেন: সনেট কাব্যে আল-আসমাউল হুসনা কাব্য গ্রন্থ ছাপিয়ে মসজিদে বিতরণের ইচ্ছা আছে।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫১
মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: খুব মন পড়েও কোনো ভুল খুঁজে পেলাম না।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
১০| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
হাবিব বলেছেন:
আলহামদুলিল্লাহ , অতি উত্তম প্রস্তাব। আমি খুবই খুশি আমনার প্রস্তাবে। ওয়ামাতাওফিকি ইল্লা বিল্লাহ।
"আস-সামাদ" নামের ফজিলত
.........................................
অমুখাপেক্ষী আল্লাহ সকল কল্যানে
অভাবমুক্ত তিনিই, সব তার দানে,
স্বয়ংসম্পূর্ণ সত্তাকে স্মরো একমনে
জীবনটা ভরে যাবে মানে আর ধনে।
সত্যবাদী হবে তুমি কর্ম সাধনায়
প্রশান্তির সুধা পাবে দুঃখ বেদনায়,
শেষ রাতে সিজদায় সামাদকে ডাকো
পেয়ে যাবে আল্লাহকে নিঝুম সে ক্ষনে।
জালিমের জ্বালা হতে সামাদের গুণে
মুক্তি মিলবেই জেনো শত্রু আক্রমনে
সামাদের ক্ষমতায় যশ-পদ-খ্যাতি।
তাঁর কাছে পাবে খুঁজে শান্তি অনাবিল
ভূলোকের অধিপতি নাই কারো মিল
জীবন আলোকময়ে এ নামের জ্যোতি।
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
সনেট কবি বলেছেন: খুব খুশী হলাম। গাজী গ্রুপের কথা নিয়ে একটা লোক আজ আমার বাসায় এসেছিল। সে বলেছে সে ব্যবস্থা করবে। নতুবা তার পরিচিত সিটি গ্রুপও রয়েছে। দেখা যাক আল্লাহর কাজ আল্লাহ কি ব্যবস্থ্যা করেন। আমাদের চেষ্টার কাজ আমরা চেষ্টা করতে থাকি। আমি চাই আল্লাহর নাম নিয়ে একটা ভাল বই হোক। সনেট নিয়ে অন্য কেউ যদি এতে যোগ দেয় তবে তাকেও স্বাগত জানানো হবে। কারণ নামের কারণে এতে সবার সুযোগ স্বভাবতই থাকে। আপনার কাজে আমি খুবই উৎসাহিত। এ সংক্রান্ত কবিতা লিখলে আমার সংশ্লিষ্ট পোষ্টে মন্তব্যে দিয়ে রাখলে খুব ভাল হবে। এতে কাজ করতে সুবিধা হবে।
১১| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
হাবিব বলেছেন: ইনশা আল্লাহ.............
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
সনেট কবি বলেছেন: আপনার সনেট আপনার নামে পোষ্টের অন্তর্ভূক্ত করে দিলাম। রহমানের হাবিব তাঁর নামের ফজিলত নিয়ে সনেট লিখছেন। বিষয়টা চমৎকার।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ! ++
শুভেচ্ছা নিয়েন।