নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-কাদির

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭



আল-কাদির কাজের পরম সক্ষম
সর্বশক্তিমান যাঁর কাজেতে অপার
রয়েছে ক্ষমতা,তবে অকাজে বেকার,
তাঁর সাড়া মিলবার অসার কামনা।
কর্ম পরিচালনায় কখনো অক্ষম
কোন কাজে নন তিনি।তবে দরকার
হলে করেন সকল, ইচ্ছে হলে তাঁর,
লাভ নেই তাঁর কাজে অযথা কল্পনা।

সর্বশক্তিমান যাঁর অপারগতায়
নেই কোন কাজ।তাঁর আছে সর্ব শক্তি
সর্ব কাজে।সকলের আস্তার সঞ্চয়
লয়ে বিদ্যমান তাঁর অফুরান ভক্তি।
অবোধ অবাধ্য তাঁর হয়ে ভাগ্যহত
বুদ্ধিমান থাকে তাঁর চির অনুগত।

কাদীর – সর্ব শক্তিমান

কাদীরু সকল ক্ষেত্রে সর্ব শক্তিমান
পারেন না সেরকম নেই তাঁর ক্ষেত্রে
যদি তা বাস্তব কোন কাজ হয়ে থাকে
অবাস্তবে তিনি কোন দায়বদ্ধনন।
শক্তিতো সঞ্চার হয় বাস্তব বিয়য়ে
যেমন ঘোড়ার ডিমে প্রাণ দান করা
এটা নয় কোন কালে বাস্তব বিষয়
এমন না পারা সেতো না পারা যে নয়।

ক্বাদীরু পারেন উহা যা কাজ সাব্যস্ত
যা নয় কাজ তা’ পারা না পারা বিষয়
হয়না বিবেচ্য কোন যুক্তির নিরিখে।
কাজেই ক্বাদীরু সব পারেন এসত্য
মিথ্যা প্রতিপন্ন করা অসম্ভব কাজ
গায়ে ঠেলা যুক্তি কেউ কখনো মানেনা।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪

বলেছেন: সবলীল লেখনী

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬

সোনালী ঈগল২৭৪ বলেছেন: খুব ভালো লেগেছে ভাই

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৯৯ নাম নিয়ে সনেট এক ঐকিহাসিক সৃষ্টি হয়ে থাকবে ভায়া :)

দারুন উদ্যোগে নিয়ত ক্রিয়াশীলতায় মুগ্ধতা

+++

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২

সুদীপ কুমার বলেছেন: আপনি দারুণ সনেট লিখেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪১

সনেট কবি বলেছেন: আর আপনার কবিতার ফুলও চমৎকার ফুটে!

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: আমরা বিশ্বরেকর্ডের সাক্ষী হতে পারবো আপনার সব অমুল্য সনেট সৃষ্টির মাধ্যমে।

বরাবরের ন্যায় সুন্দর। ++

শুভেচ্ছা নিয়েন শ্রদ্ধেয় কবিভাই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

সাইন বোর্ড বলেছেন: ভাবনা ও কথা সুন্দর ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪২

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: সকল প্রশংসা মহান আল্লাহর।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
পড়ি আর মুগ্ধ হই। এবং আফসোস হয় আমি যদি এরকম লিখতে পারতাম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৭

সূর্যালোক । বলেছেন: অনেক সুন্দর

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.