নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আদ-দার

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১



মহা অকল্যাণকারী আদ-দার সব
অসতের অকল্যাণ সর্বদা করেন
তাদের কু-কাজে পথ আগলে ধরেন
অল্পতেই থামে যেন সব দুষ্ট লোক।
শয়তানি মগজের কু-চিন্তা উদ্ভব
থামাতে প্রভু তাদের ক্ষমতা কাড়েন
তাদের দর্পের ভীত স্বক্রোধে নাড়েন
বিনষ্ট করেন সব তাদের পুলক।

নিরিহের উপশম হোক যন্ত্রণার
সে জন্য দুষ্টের ক্ষতি চান বিধাতায়
খানিকটা আচরণ দেখে পাপাত্মার
আদ-দার সেসবের বিনাশ ঘটায়।
বিধাতার ক্ষমতার অনন্য প্রকাশে
জগৎ সুন্দর হয় দুষ্টের বিনাশে।

দাররু

দাররু বিপদ দাতা শাস্তি-পরীক্ষায়
মানবের জীবনের প্রতি ক্ষণে ক্ষণে
সুস্থ্য মনে মেনে নিলে আখেরে মঙ্গল
হয় সব মানুষের নতুবা বিনাশ।
যে দেয় বিপদ এর মুক্তিদাতা শুধু
তিনি বলে তাঁকে এর থেকে পরিত্রাণে
ডেকে চেয়ে নিতে হয় মুক্তির অপার
আনন্দ, তাঁর সন্তুষ্টি প্রাপ্তির মাধ্যমে।

যে দেয় বিপদ তাঁরে রাগালে বিপদ
আরোবেশী বেড়েগিয়ে অধীক মাত্রায়
জীবন কন্টকাকীর্ণ করে সকলের।
সেজন্য বিপদ হলে দাররু সমীপে
দরখাস্ত করে পেশ লাঘব প্রচেষ্টা
চালানো সবার জন্য সমিচীন কাজ।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

সাইন বোর্ড বলেছেন: তারপরও দুষ্টরাই দাপট দেখাচ্ছে দুনিয়াতে, নিরহদের প্রার্থণা শুধু বাতাস ভারী করছে । ভাল লাগল নির্মল মনের ভাবনা ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

সনেট কবি বলেছেন: অবশেষে তাদের পতন হয়। শীতল মৃত্যু তাদেরকে থামিয়ে দেয়।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

সায়ন্তন রফিক বলেছেন: কিন্তু দুষ্টরাই তো সব বিনাশ করছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

সনেট কবি বলেছেন: আবার আল্লাহও দুষ্টদের বিনাশ করেন। তবে কিছুটা অবকাশের পর। এমন আমরা অনেক দেখেছি।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

এ.এস বাশার বলেছেন: ভালো লেগেছে কবিতা....
প্রিয় কবি কেমন আছেন আপনি....

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

সনেট কবি বলেছেন: আল্লাহ মোটামুটি রেখেছেন- আলহামদুলিল্লাহ।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব সন্দর লিখেছেন ফরিদ ভাই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

চিটাগং এক্সপ্রেস বলেছেন: চারপাশে এত অন্যায়কারী বহাল তবিয়তে আছে যুগের পর যুগ

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

সনেট কবি বলেছেন: আল্লাহ তাদেরকে ফিরে আসার সময় দেন। এরপর মহা ধরাও দেন।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

আরোগ্য বলেছেন: সুন্দর বিষয়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১২

পদাতিক চৌধুরি বলেছেন: আপনাকে স্যালুট!!!

++++

শুভেচ্ছা নিয়েন কবিভাই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

বাকপ্রবাস বলেছেন: সুন্দর। এক একটা শব্দ কে উপলক্ষ করে এক একটা সনেট। দারুণ একটা ব্যাপার

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

সনেট কবি বলেছেন: এগুলো আল্লাহর নাম।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: তিন এবং পাঁচ নম্বর লাইনে ূ হবে না। ু হবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

সনেট কবি বলেছেন: ঠিক করে দিয়েছি।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

নজসু বলেছেন: বরাবরের মতো ভালোলাগা ও শেখার মতো কিছু পেলাম আপনার লেখায়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

বলেছেন: আমরা কল্যাণ চাই,
সনেটে ভালোলাগা

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২

প্যালাগোলাছ বলেছেন: إن لله تعالى تسعة وتسعين إسما من أحصا ها دخل الجنة

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক সুন্দর হয়েছে স্যার। আপনাকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর শিক্ষণীয় জিনিস পোষ্ট করার জন্য।
ইতিহাস সাক্ষী আছে,খারাপ মানুষেরা তাদের কর্মের জন্য শাস্তি পেয়েছেন এবং ভালো মানুষেরা পেয়েছে পুরষ্কার তাদের সৎ কর্মের জন্য। এটাই হবে ইনশাআল্লাহ্‌।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.