নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আন-নূর

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭



আন-নূর মহাজ্যোতি আসমান আর
জমিনের দৃঢ়তর বিদ্যমানতায়
আলো ঝলমল যেন দীপ্তি উপচায়
দেখা যায় অনুপম সৃষ্টি বাঁকে বাঁকে।
বার বার দেখে ফের দেখায় আবার
বিস্ময়ে আটকে থাকা (কারুময়তায়
জমে যাওয়া) দৃষ্টির স্থির মুগ্ধতায়
অবাক দর্শক মন অপলক থাকে।

অদৃশ্যের মহাজ্যোতি নৈপূণ্যে নির্মল
খুঁত নেই কোন কাজে।দৃষ্টি ফিরে আসে
দেখে তাঁর সৃষ্টি কারু নিতান্ত সফল।
সৃষ্টি প্রকৌশলে অনিন্দ প্রফুল্ল উল্লাসে
চারদিক মুখরিত চেয়ে দেখি সব
জ্যোতির্ময় সেসবের করি অনুভব।


নূরু

নূরু নভঃমন্ডল ও ভূ-মন্ডল জ্যোতি,
তাঁর জ্যোতির উপমা যেন দীপাধারে
প্রদীপ, আর প্রদীপ উপরে কাঁচের
নক্ষত্র তুল্য চিমনি বিদ্যমান আছে।
যে জ্যোতির প্রজ্জলন পবিত্র বৃক্ষের
(যয়তুন বৃক্ষ)তৈলে, যার অগ্নি আলো
ছড়ায় তৈলের স্পর্শ ব্যতিরেকে যাতে
আলোর উপর আলো অনন্য সুন্দর।

নূরু হবেন বিস্ময় যুক্ত সুন্দরের
প্রতিচ্ছবি, দৃষ্টিতলে তুলনা বিহীন;
প্রদত্ত উপমা এর যথাযথ সাক্ষ্য।
সঞ্চারিত সর্বশক্তি দীগন্ত বিস্তৃত
আলোক-অগ্নি বলয়ে আলোক ঠিকরে
পড়ে অবর্ণনীয় যে দেখাবে সে জ্যোতি।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: আপনার প্রতিটি কবিতাই মনোমুগ্ধকর।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

তারেক ফাহিম বলেছেন: মুগ্ধকর।

শ্রদ্ধেয় কবির সনেট কবিতার প্রতিভা দেখে ভালোলাগা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: নূরুন আলা নূর

নূরের উপরে নূর স্তরে স্তরে সুসজ্জিত!
যারা স্বপ্রণোদিত হয়েই জ্বলে :)

++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

ৈতয়ব খান বলেছেন: সুন্দর! সুন্দর!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর!! বরাবরের ন্যায় । ++


শুভকামনা শ্রদ্ধেয় কবিভাইকে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: সনেট কবি, প্রতিটা কবিতাই সুনামের যোগ্যতা রাখে। ভাল লাগা রেখে গেলাম। +++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

বলেছেন: মুগ্ধতা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪

সুদীপ কুমার বলেছেন: পড়লাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯

রসায়ন বলেছেন: এই কবিতায় একটা সুর যোগ করলে গজল হয়ে যেতো । ভালো লেগেছে ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৯

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন। আমি বিষয়টা খেয়াল করিনি।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আমার নামে ''নূর'' শব্দটি আছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.