![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
পরম অবিনশ্বর আল-বাকী থাকে
বাকী, আর সব কিছু শেষ হয়ে যায়
একদিন।অজানার পথে সকল হারায়
স্মৃতি রেখে একে একে চলে যায় সব।
জীবনের এ চলার পথ বাঁকে বাঁকে
হারিয়েছে কত জন।ধরলে মরায়
শীতল মৃত্যুর স্পর্শ কেড়ে নিয়ে যায়
সজন সকল দিয়ে শোক অনুভব।
দেখবে হৃদয় জুড়ে করে টলমল
শুধুই প্রস্থান চিন্তা।ব্যস্ততার পর
হঠাৎ সবাই দেখে জীবন অচল।
অনিশ্চয়তার মাঝে এ অষ্ট প্রহর
হতাশায় ফিরে আসে মৃত্যু বার বার
একমাত্র আল-বাকী থাকে অনিবার।
বাকীউ
বাকিউ বিলিন শেষে অবশিষ্ট থেকে
নিজেকে পৌঁছিয়ে দেন অন্য উচ্চতায়
দেখান থাকেন তিনি চির বিদ্যমান
মহা প্রলয়ের পর কেয়ামত শেষে।
বাকিউ থাকার জন্য আরশ তখন
রইবেনা বিদ্যমান তাহলে আরশে
বাদিউ আছেন জমে এ কেমন কথা?
সেথায় আছেন তিনি শুধু সেথা নন।
যে ভাবে বাকিউ আছে আরশে আবদ্ধ
সে করে কুফুরী তাঁর বাকিউ নামের
এমন ইমাম পিছে হবেনা নামাজ।
যখন বাকিউ নিজে ছিলেন একাই
সর্বত্রে তখন আর কোন জন ছিল?
বাকিউ সর্বত্রে তাই বিদ্যমান আছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪
ভাবনার ল্যাম্পোস্ট বলেছেন: "একমাত্র আল-বাকী থাকে অনিবার"
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: সকালে পেজ খুলতেই আপনার পোস্টটি চোখে পড়লো। সুন্দর! মুগ্ধতা একরাশ। ++
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয়কবিভাইকে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: শুভ সকাল চাচাজ্বী।
আপনার পোষ্ট পড়ে দিন শুরু করলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ সনেট কবি- আপনার সৃষ্টিকর্তা কি এত তোষামোদের কাঙ্গাল যে, প্রতিদিন নিয়ম করে তার গুণগান গেয়ে একটি সনেট লিখে ব্লগে পোস্ট করতে হয় ?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
সনেট কবি বলেছেন: কাজটা আমার সৃষ্টিকর্তার নয়।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: স্যার কেমন আছেন?
অনেক সুন্দর হয়েছে কবিতাটি। শুভ কামনা রইলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
মাহমুদুর রহমান বলেছেন: বাস্তবতা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
স্রাঞ্জি সে বলেছেন:
ভাল লাগা জানিয়ে গেলাম।।।।।