নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-মুকাদ্দিম

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২



মহা অগ্রসরকারী আল-মুকাদ্দিম
সম্মুখে এগিয়ে নেন স্থবির জীবন
গতিময়তায় যার তীব্রতা এমন
কঠিন পাথর যেন চলমান হয়।
সভ্যতা কষ্টের ছিল অচল আদিম
অনুক্রমে মানুষের বেড়ে বুদ্ধি জ্ঞান
বেড়ে গেছে নিত্যানন্দে সভ্যতার মান
বিধাতার করুণায় এসেছে বিজয়।

মানুষ সকল করে বদলিয়ে রূপ
আসলটা হয়ে থাকে সৃষ্টি বিধাতার
সেজন্য চলেনা তাঁকে করা দোষারোপ।
সঠিক সত্যকে করে সর্বদা স্বীকার
আল-মুকাদ্দিমে লোকে করে চির নতি
নিজের বজায় রাখে জীবনের গতি।


মুক্বাদ্দিমু

মুকাদ্দিমু অগ্রযোগ্যে অগ্রসরকারী
যেমন আদম তাঁর আনুগত্য মেনে
ইবলিশে পিছে ফেলে এগিয়ে গেছেন
অবাধ্য ইবলিশের ঝুটেছে লানত।
মুক্বাদ্দিমুর আদেশে অনুগত জন
তাঁর মন সন্তুষ্টিতে এগিয়ে থাকেন
তাদের কপাল ভাল হয় পরিশেষে
সাময়িক কষ্টবাধা অতিক্রমকরে।

অযোগ্যের দল মরে দাম্ভিকতাকরে
অহেতুক আলস্যের প্রশ্রয়প্রদানে
চিরায়ত অধৈর্যের স্থানদিয়ে মনে।
বিনয়ে এগিয়ে চলে বুদ্ধিমান সব
মুক্বাদ্দিমু প্রতি তারা আনুগত্য করে
প্রাপ্তির চুড়ায় উঠে তাঁর করুণায়।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

নতুন নকিব বলেছেন:



বরাবরের মত শুভকামনা অন্তহীন।

শুভ প্রচেষ্টায় অভিনন্দন। +++

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো এবারো কবিবর,
শুভকামনা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

নজসু বলেছেন: সুন্দর।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: মুকাদ্দিম হতে মন চায়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল নির্মল ভাবনা ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর । ++

শুভেচ্ছা নিয়েন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলহামদুলিল্লাহ্
চমৎকার সনেট !!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: মানুষ সকল করে বদলিয়ে রূপ
আসলটা হয়ে থাকে সৃষ্টি বিধাতার
সেজন্য চলেনা তাঁকে করা দোষারোপ।
এই লাইনটা বুঝলাম না।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সনেট কবি বলেছেন: মানুষ মনে করে তারাই সব কিছু করে। তাদের কাজে সৃষ্টিকর্তার অংশগ্রহণ নেই। সেজন্য তারা সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ না করে উল্টা বিভিন্ন কাজে সৃষ্টিকর্তাকে দোষারোপ করার চেষ্টা করে। অথচ যা করে তারা বাহবা নেয় তা’ সৃষ্টিকর্তার সৃষ্টি ভিন্ন হয়না। মানুষ বিজ্ঞানীর কৃতজ্ঞতায় বিগলিত, অথচ বিজ্ঞানী সফল যাঁর সৃষ্টি উপাদানে মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে তাঁর সমালোচনায় লিপ্ত হয় সেটাই উক্ত তিন পদ্যে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: মানুষ মনে করে তারাই সব কিছু করে। তাদের কাজে সৃষ্টিকর্তার অংশগ্রহণ নেই। সেজন্য তারা সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ না করে উল্টা বিভিন্ন কাজে সৃষ্টিকর্তাকে দোষারোপ করার চেষ্টা করে। অথচ যা করে তারা বাহবা নেয় তা’ সৃষ্টিকর্তার সৃষ্টি ভিন্ন হয়না। মানুষ বিজ্ঞানীর কৃতজ্ঞতায় বিগলিত, অথচ বিজ্ঞানী সফল যাঁর সৃষ্টি উপাদানে মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে তাঁর সমালোচনায় লিপ্ত হয় সেটাই উক্ত তিন পদ্যে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে।
মনোমুগ্ধকর ব্যাখ্যা। অনেক ধন্যবাদ,কবি সাহেব।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.