নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-মুগনী

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭



মহা দারিদ্রতাড়ক আল-মুগনীর
দয়া পেলে বুদ্ধি ফিরে কর্মদক্ষতায়
মানুষ জীবন পথে সুখে হেঁটে যায়
সৌভাগ্যের ঝলমলে দিন ফিরে আসে।
অভাবের তাড়নায় নীচু করে শীর
কতেক অবোধ লোক আলস্যে কাটায়
সময়ের সোনা রোদে।অযথা ঘুমায়
তারা সব কল্পনার নরম বাতাসে।

দারিদ্র উধাও হলে চনমনে মনে
সময় সহজে কাটে আনন্দে উত্তম
সেজন্য খাটুনি লাগে শ্রম ফুল বনে।
কাজ হয়ে বেশী আর কথা হলে কম
অভাবমোচনকারী পরম দয়াতে
বান্দায় রাখেন খুব সুখে ও শান্তিতে।

মুগনিউ

অভাবমোচনকারী মুগনিউ একা
দোসর লাগেনা তাঁর একাজেতে কোন
পারেন অভাব একা দূর করে দিতে
কাজেই একাজে শুধু তাঁকে ডাকা ভাল।
অন্যের ক্ষমতা নেই কার্য সমাধানে
তথাপি মানুষ ভুলে ভুলস্থানে তার
হাত পেতে অযথাই পেতে চায় কিছু
যদিও বাস্তবে সেটা দেন মুগনিউ।

মানুষের দরকার বিবেচনা করে
ভূলস্থানে পাতলেও হাত ভুল করে
মুগনিউ দয়াগুণে সেটা দিয়ে দেন।
তবে এ ভুলের দায় দিতে হবে পরে
হাসরে এসব হবে অনেক লজ্জার
এরপর আরো আছে শাস্তি বেশুমার।


মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার সনেট
ব্যক্তিগত কারো
উপলক্ষ্য করে না
লিখে এমন ধারার
সনেট লিখলে ভালো
করতেন!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসা নিবেন।।। সুন্দর

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেছেন। বরাবরই ভালই লিখে থাকেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯

বলেছেন: অতুলীনিয় কাব্যময়, নান্দোনিক ছোঁয়ায় ভরপুর। আহ্ পাঠেমন ছুয়েঁ যায়, শুভ কামনা প্রিয়কবি , কলম চলুক সব সময়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

মাহমুদুর রহমান বলেছেন: সুফল পেতে হলে পরিশ্রমের বিকল্প নেই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ খান বলেছেন: "উদাও" নয় "উধাও" হবে |"অভাবমোছনকারী" তেমন "অভাবমোচনকারী" হবে| কবিতাটি খুবই সুন্দর হয়েছে| জাজাক আল্লাহ খাইরান |

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪

সনেট কবি বলেছেন: ঠিক করে দিয়েছি। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার জন্য স্যার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। শুভরাত্রি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: আল মুগনি।
খুব সুন্দর।
সহজ সরল ভাষা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ! " ++

শুভেচ্ছা নিয়েন কবিভাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.