![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-আউয়াল
পরম প্রথম প্রভু আল-আউয়াল
সবার শুরুতে তিনি তাঁর পরে সব
শুধুই নিজেকে করে একা অনুভব
আর সব তিনি একা সৃষ্টি করেছেন।
কাল শুরু তাঁর থেকে তিনি মহাকাল
তাঁর চাওয়াতে সব হয়েছে উদ্ভব
গুণে তাঁর সবকিছু হয়েছে সম্ভব
বিচিত্র আকৃতি সব তিনি গড়েছেন।
প্রমাণ হয়না নিজে কোন কিছু আর
সেরকম তিনি হয়ে থেমে গেছে সেটা
একা তিনি সেরকম আছেন দুর্বার।
নিয়ম এটাই, হয় যোগ্যতায় যেটা
অযোগ্যতা কারণেতে নেই তাঁর মত
এমন খোঁজায় সবে হবে আশাহত।
আউয়াল
আউয়াল প্রথম যে অস্তিত্বে এলেন
অসীম বিস্তৃতি নিয়ে মহাশূণ্যে একা
তাঁরমত আর কেহ পারেনি এমন
বিস্তৃত বিশাল হয়ে আবির্ভূত হতে।
সেখানে সকল কিছু হয়েছে বিলিন
অসীমত্বে নিজেদেরে না পেরে টিকাতে
একমাত্র আউয়াল সেথা টিকেছেন
অতঃপর করেছেন সকল সৃজন।
অন্যদের না টিকায় অসীমের টান
তাদের সকলে টেনে করেছে অসীম
সবাই হয়েছে এক হয়নিতো ভিন্ন।
প্রকৃতির নিয়মেতে হয়ে আউয়াল
মহা প্রকৃতির স্থান করেন দখল
এখন তিনি হলেন এর নিয়ন্ত্রক।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন-আমিন।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর। বিরাট তাঁর মহিমা।
শুভেচ্ছা নিয়েন শ্রদ্ধেয় কবিভাই।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯
এ.এস বাশার বলেছেন: আল্লাহ সকলের মঙ্গল করুন।
কবিতা ভালো লেগেছে কবি ভাই.....
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
শুরুর শুরু তিনি
যখন কিছু ছিলনা তিনি ছিলেন
যখন কিছু থাকবেনা তখনো
সমগ্র জগত তো তারই আজ্ঞাবহ।
তুমি মূখ ঘুরিয়ে কোন পথে চলেছ -হে বোকা মানব!!!
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
++++
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: শুভ সকাল চাচা।
আশা করি ভালো আছেন। আপনার পোষ্ট মানে সনেট পরে আজকের দিন শুরু করলাম।
ভালো থাকবেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১
বিজন রয় বলেছেন: আউয়াল মানে কি?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
সনেট কবি বলেছেন: আউয়াল মানে প্রথম। আল-আউয়াল মানে পরম প্রথম যার পূর্বে কিছুই নেই। সাধারণ আউয়াল অনেক হতে পারে। তবে আল-আউয়াল শুধুই একজন।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
মাহমুদুর রহমান বলেছেন: শেষ তিনটি লাইন সত্য।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫
নজসু বলেছেন: আস সালামু আলাইকুম।
শুভ সকাল।
আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন।