নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-আখির

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬



(এক)

আল-আখির

আল-আখির পরম শেষ, যাঁর আর
পর নেই, কোন কিছু বিদ্যমানতায়
তিনি না থেকে থাকার নেইতো উপায়,
সব শেষ হয়ে তিনি একা থাকবেন।
বিলিনের যে নিয়ম আছে অনিবার
সে নিয়ম তাঁর ক্ষেত্রে কার্যকারিতায়
অপারগ, তিনি ছাড়া অন্যের বিদায়
ঘটিয়ে নিজেরে তিনি একা রাখবেন।

অসীমত্বে নিরাকার অসম্ভব শেষ
হওয়া তাঁর, সেজন্য সময়ে সকল
লাভ নেই তাঁর প্রতি অযথা বিদ্বেষ।
জগতে যাদের সব মস্তিষ্ক বিকল
তাঁর বিপরীতে তারা হাঁটে খেয়ে ধোকা
সবে তারা এমনটা হয়ে থাকে বোকা।


আখির

আখির সবার শেষ তাঁর পরে নেই
অন্য কিছু এ জগতে অন্তহীন ভাবে
নিজেরে টিকাতে পারে বিলুপ্তি কাটিয়
আখিরের মত হয়ে অনন্ত অক্ষয়।
সব কিছু ভেঙ্গে চুরে হলেও নিঃশেষ
প্রলয়ের সাধ্য নেই তাঁকে শেষ করে
ফিরাতে আবার শূণ্যে অস্তিত্ব বিহীন
করে তাঁর সর্বব্যপ্ত অসীম সত্ত্বায়।

সেজন্য বলেন তিনি সব শেষ হয়ে
একা তিনি অবশিষ্ট সমগ্র জগতে
রইবেন সম্মানিত মহিয়ান হয়ে।
আখির আখের এনে অবলিলা ক্রমে
করবেন আয়োজন মহাবিচারের
যাতে সবে পেয়ে যাবে নিজ কর্মফল।


মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

বিজন রয় বলেছেন: আখির মানে কি শেষ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

সনেট কবি বলেছেন: আখির মানে শেষ। আল-আখির মানে এমন শেষ সব শেষ হলেও যিনি অবশেষ হিসেবে থেকে যাবেন।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

সামিয়া বলেছেন: ভালো লিখেছেন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর । ++

শুভেচ্ছা আপনাকে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

hayet777 বলেছেন: “নিরাকার নিগম ধ্বনি
সেও তো সত্য সবাই জানি।
তুমি আগমের ফুল নিগমে রসুল
আদমের ধড়ে জান হইলে” ...বিলিয়ন বিলিয়ন বছর আগে নিরাকারের একটা নিগম ধ্বনি থেকেই এই মহাবিশ্বের সৃস্টি,যা অস্বিকার করবার উপায় নাই।অনির্বায সত্য মানতেই হবে।নিগম হলো বোধগম্য বিষয়,যা তর্কের মাধ্যমে বোঝা যায়।আগম বলতে বোঝায় শাস্ত্র্ । নিরাকারের নিগম ধ্বনি হয় কি করে? নিরাকার কি ধ্বনি তুলতে সক্ষম? বিগ ব্যাং কি বলে?এই তত্ত্ব বলে আজ থেকে প্রায় ১৩.৭৫ বিলিয়ন বছর পূর্বে এই মহাবিশ্ব একটি অতি ঘন এবং উত্তপ্ত অবস্থা থেকে সৃষ্টি হয়েছিল, তাই তো বলি “আল্লাহ কে বোঝে তোমার অপার লীলে।
আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে।।
নিরাকারে তুমি নূরী ছিলে ডিম্ব অবতারী।
সাকারে সৃজন করলে ত্রিভুবন
আকারে চমৎকার ভাব দেখালে” ....সালাম সনেট কবি ভালো লাগলো “আল-আখির”

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: আজ তো শেখ হাসিনার জন্মদিন।
তাকে নিয়ে লিখলেন না?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪

সনেট কবি বলেছেন: তিনি আরো বেঁচে থাকুন। পরে না হয় এক সময় চেষ্টা করব।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

hayet777 বলেছেন: এই হতভাগীনি,দুখীনি রাজকন্যা কে নিয়ে দু কলম লিখে ফেলুন মান্যবর ! গোয়েবলসীয় অপপ্রচারের মাধ্যমে সেতার বাদক, ‘আবাহনী ক্রিড়া চক্রে’র প্রতিষ্ঠাতা ও দু’বছর সময়েও ভাললাগার পাত্রী সুলতানা কামালকে মনের কথা বলতে না পারা শেখ কামালকে ব্যঙ্ক লুটকারী, নারী ধর্ষক ও অপহরণকারী হিসেবে জেনে আমরা বড় হয়েছি।ভয়ানক এক যুদ্ধে পুড়ে ছাই হওয়া দেশে মাত্র তিন বছরেই আমরা কি অমরাবতীর প্রতিষ্ঠা চেয়েছিলাম? গোটা পৃথিবীতেই এমন নৃশংস হত্যাকান্ড খুব কম হয়েছ।লিখুন জনাব...

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

সনেট কবি বলেছেন: আপনি যা বলেছেন সেটা নিয়ে আমিও খুব ভাবি। সুলতানার জন্য খুব দুঃখ হয়।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: রাইট।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.