নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-বাতিন

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৪



দেখায় আল-বাতিন পরম গোপন
সৃষ্টি উপলব্ধি থেকে তাঁর পরিচয়
বিবেক বিবেচনায় খুঁজে নিতে হয়
এশর্তেই লোকে তাঁকে সৃষ্টিকর্তা বলে।
তাঁকে দেখবার যারা আপত্তি তোলেন
এক্ষেত্রে তাদের জন্য তাঁর পথ নয়
তাদের বিপথে টানে বক্র বোধদয়
সে পথেই তারা সব দল বেঁধে চলে।

না দেখেও অবিশ্বাস করেনা অনেক
বিষয় যে সব লোক, শর্ত তোলে তারা
বিধাতায় দেখবার।তাদের প্রত্যেক
যোক্তিক দোষী, তারাতো বোধ-বুদ্ধিহারা।
অহেতুক চেতনার অযথা বিদ্বেষে
অবিবেকী অপরাধী ধরাখাবে শেষে।


বাতিনু

বাতিনু অপ্রকাশ্যের অভেদ্য ভান্ডার
যাঁর লুকানো তথ্যের রহস্য উদ্ধারে
অক্ষম সকল সৃষ্টি, যদি না তিনি
প্রকাশ করেন নিজ সামান্য গোপন।
অথচ তিনি জানেন সকল গোপন
যেথায় লুকানো আছে গোপনীয়তায়
যা কিছু যদিও সেটি মনের গভীরে
লুকানো সকল মনে, তিনি তা জানেন।

ইচ্ছে হলে তিনি তাঁর গোপন জানাতে
পারেন তা’যাকে খুশী, তা’যেভাবে খুশি
সেজন্য অনেকে জানে অনেক বাতিন।
যা অনেকে না জানায় অবিশ্বাস করে
যদিও এতে যে জানে তার ক্ষতি নেই
কারণ সে তার জ্ঞানে অবশ্য সন্তুষ্ট।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৩

বলেছেন: অপরাধী ধরা খাবে শেষ -- সাবলীল উপস্থাপনা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৩

ঠ্যঠা মফিজ বলেছেন: সময় উপযোগী লেখা সত্য বাক্য রেখে গেলেন স্যার শুভ সকাল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১০

মলাসইলমুইনা বলেছেন: সনেট কবি,
অহেতুক চেতনার অযথা বিদ্বেষে
অবিবেকী অপরাধী ধরাখাবে শেষে।

সহজ সরল সত্যি কবিতায় সুন্দর করে বলেছেন I কবিতায় ভালোলাগা I

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০

নজসু বলেছেন:

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

সনেট কবি বলেছেন: প্রীশু নিয়েন।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: বাতেন নামে আমার এক মামা ছিলেন।
তিনি খুব সাহসী ছিলেন।
একবার তিনি পুকুরে ঢুব দিয়ে ইয়া বড় একটা কাতলা মাছ ধরে ছিলেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯

সনেট কবি বলেছেন: ইন্টারেস্টিং

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর । ++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: স্যার আপনার পোষ্ট সব সময়ই এতো কেন ভালো লাগে? শুভকামনা রইলো। আমার জন্য দোয়া করবেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: দেখায় আল-বাতিন পরম গোপন
সৃষ্টি উপলব্ধি থেকে তাঁর পরিচয়
বিবেক বিবেচনায় খুঁজে নিতে হয়

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেছেন। শুভ রাত্রি!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১

স্বপ্নডানা১২৩ বলেছেন: সনেট মোটামুটি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

আবু মুহাম্মদ বলেছেন: সুন্দর । +

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

আরোগ্য বলেছেন: ভালো কবিতা, গুণীর পরিচয়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.