নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-ওয়ালী

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬



আল-ওয়ালী পরম নির্বাহী সকল
বিদ্যমান প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে, যার
শৃঙ্খলা সুন্দর রূপে দেয় উপহার
মনোরম পরিবেশ শান্তিময়তায়।
আকাশ জমিন জুড়ে সর্বত্র সফল
সিদ্ধান্ত বাস্তবায়নে, নিখুঁত বিচার
উপাদান পরিমাণ নির্ধারনে আর
গড়তে আকার কোন সুবিবেচনায়।

সুচারু সুন্দর তাঁর সৃষ্টির সমাজ
অফুরান নেয়ামতে, লাগেনা অপর
কোন প্রয়োজনে কারো, সমাধানে কাজ।
আল-ওয়ালীর কাজে অপেক্ষা প্রহর
কখনো কোথাও নেই, সুখে বসবাস
করে লোকে হেথা গড়ে শান্তির নিবাস।


আল-অলী

পরম অভিবাবক আল-অলি এর
কাজ হলো হয়ে থাকা সবার বান্ধব;
সবার অবস্থা তিনি করে অনুভব
প্রয়োজনে যা করার সর্বদা করেন।
না ডেকেও তাঁরে, পায় সামগ্রী ভোগের
নিজের চেষ্টায় লোকে, এনয় সম্ভব
কর্মীর হবে বঞ্চনা, প্রচেষ্টায় সব
হতে পারে, পাপীকেও কভু না ছাড়েন।

ভালকাজে লোকে পায় পরিনাম বেশ
পরকাল হয়ে থাকে শান্তির নিবাস
মন্দকাজে হয়ে থাকে মন্দের প্রকাশ
কোন এক কালে হয় হিসাব নিকাস।
অভিভাবকত্বের এ সুন্দর নিয়ম
সর্বত্র ছড়ায় খুব সুবাস উত্তম।


ওয়ালিয়্যু

ওয়ালিয়্যু জগতের অভিভাবকত্বে
নিযুক্ত থেকে করেন মঙ্গল সবার
তাঁর দায়িত্বের মাঝে অবহেলা নেই
কেহ নাহি থাকে তাঁর দৃষ্টির বাইরে।
ওয়ালিয়্যুর সদৃশ অন্য কেহ নেই
এমন সক্ষম আর অভিভাবকত্বে,
পিতার সম্মুখে হয় সন্তানের খুন
পিতার সেখায় কিছু করার থাকেনা।

দৃষ্টন্ত অনেক আছে এ জগতে ঢের
ওয়ালিয়্যু সময়েতে কিভাবে বাঁচান
আপন সৃষ্টির দলে নিজ করুণায়।
বুদ্ধিমান সকলেই তাঁকে কাছে চায়
সে জন্য সে দারে তারা হাত পেতে থাকে
অনুরূপ তারা পায় দয়া অফুরান।


আল-ওয়ালিয়্যু নামের ফজিলত

- হাবিবুর রহমান (হাবিব স্যার)

আল-ওয়ালিয়্যু তিনি পরম বান্ধব
সৃষ্টির অবস্থা সদা করে অনুভব,
তাঁর অবিভাবকত্বে আমাদের লাভ
ঈমানেই যদি থাকে সতত সদ্ভাব।
আল-ওয়ালী আল্লাহ যার বন্ধু হয়
জীবনটা তাঁর জানি হয় মধুময়,
আল-ওয়ালী ছাড়া কি কখনো সম্ভব?
আল্লাহর এগুণেও তিনি সদা রব।

উপদেশ শুনেনা স্ত্রী তোমার অবাধ্য?
সৎ পথে আনবে তারে আছে কার সাধ্য!
স্ত্রীর ব্যবহারে থাকো সতত চিন্তিত?
সৃষ্টি জগতের সব হবে অনুগত
বেগমও হয়ে যাবে মনেরই মতো
তাঁর নামে করো যদি জিকির সতত।

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: শুভ সকাল চাচাজ্বী।
বরাবরের মতোন সুন্দর।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

বিজন রয় বলেছেন: ওয়ালী মানে কি?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

সনেট কবি বলেছেন: ছবিতে যে আরবী বানান দেওয়া আছে সে অর্থে এর অর্থ পরম নির্বাহী, মহা নির্বাহী বা সব কাজের প্রধান পরিচালক, যার মাধ্যমে সব কাজ সমাধা হয়। আর ভিন্ন বানানে এর অর্থ বন্ধু, শুভাকাংখি ইত্যাদি।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লিখেছেন।।

আচ্ছা ওলি আর ওয়ালী এর কোন মিল আছে???

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

সনেট কবি বলেছেন: রেফারেন্স বুকে দু’টো উচ্চারনই এক পেয়েছি। আপনি দু’টো ভিন্ন উচ্চারণ দিয়েছেন, ভাল লাগল। কিন্তু এটা গ্রহণযোগ্য কিনা জানিনা। গ্রহণযোগ্য হলে ওভাবেই কবিতা সাজাতাম। আপাতত আমি একই বানানে ভিন্ন অর্থে আমি দু’টি কবিতা লিখেছি। তবে একটি কবিতা অনেক আগে পোষ্ট দিয়েছিলাম।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

তারেক ফাহিম বলেছেন: সম্ভবত ২২ কিংবা ২৩ তম গুণবাচক নাম।

অনেক ভালোলাগা প্রিয় শ্রদ্ধেয়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

সনেট কবি বলেছেন: ৭১ তম।
আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

নজসু বলেছেন: আস সালামু আলাইকুম।
আল্লাহ আমাদের রক্ষক।
আল্লাহু আল ওয়ালী।
শুভ সকাল।

আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

প্যালাগোলাছ বলেছেন: অশেষ ভালোলাগা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছে। কবিতায় প্লাস।।।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১

বাকপ্রবাস বলেছেন: সুন্দর।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর !!

শুভেচ্ছা নিয়েন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

তারেক ফাহিম বলেছেন: ৭১ তম।
আন্দাজে বলছি।

আসলে ছোটবেলায় বাবার মুখ থেকে শোনে মুখস্ত।
পরবতীতে চর্চার অভাবে হয়ত ভুল :(

সঠিক উত্তর জানতে পারায় কৃতজ্ঞ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

সনেট কবি বলেছেন: আমি আমার কবিতার ক্রমিক বলেছি।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩০

মোহাম্মদ সাজ্জাদ খান বলেছেন: সুন্দর কবিতা/ সনেট | জাজাক আল্লাহ খাইরান |

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪০

মেহেদী হাসান হাসিব বলেছেন: সুন্দরতম কবিতা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

হাবিব বলেছেন:




আল-ওয়ালিয়্যু নামের ফজিলত

আল-ওয়ালিয়্যু তিনি পরম বান্ধব
সৃষ্টির অবস্থা সদা করে অনুভব,
তাঁর অবিভাবকত্বে আমাদের লাভ
ঈমানেই যদি থাকে সতত সদ্ভাব।
আল-ওয়ালী আল্লাহ যার বন্ধু হয়
জীবনটা তাঁর জানি হয় মধুময়,
আল-ওয়ালী ছাড়া কি কখনো সম্ভব?
আল্লাহর এগুণেও তিনি সদা রব।

উপদেশ শুনেনা স্ত্রী তোমার অবাধ্য?
সৎ পথে আনবে তারে আছে কার সাধ্য!
স্ত্রীর ব্যবহারে থাকো সতত চিন্তিত?
সৃষ্টি জগতের সব হবে অনুগত
বেগমও হয়ে যাবে মনেরই মতো
তাঁর নামে করো যদি জিকির সতত।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনাকে তাঁর অলী হিসেবে কবুল করুন। আপনার ফজিলত বর্ণনার উপর আমল করলে আশাকরি পাঠকেরা খুব উপকৃত হবে। আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.