নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-মুতাআলী

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১০



আল-মুতাআলী মহা সর্বোচ্চ সত্ত্বার
মর্যাদায় অধিষ্ঠিত সকল জগতে
পারেনি কোথাও কেউ তাঁর মত হতে
সবার ভাগ্যের তিনি মহানির্ধারক।
সামান্য ঘাটতি নেই তাঁর ক্ষমতার
কিছুই হয়না তাঁর ইচ্ছার অমতে
বিপদ উদ্ধার হয় সে প্রভু দয়াতে
তাঁর কাছে তুচ্ছ সব মহা প্রতারক।

দর্পে আল-মুতাআলী কারো ক্ষমতায়
থাকেনা ক্ষতি করার এক বিন্দু শক্তি
তিনি না থাকলে পাশে কে পারে বাঁচায়?
অবাধ্য হওয়া তাঁর সাকুল্যে অযুক্তি
নির্বোধ নিজের ক্ষতি করে অবশেষে
অহেতুক ভোগে তাঁর অযথা বিদ্বেষে।

মুতায়ালী

মুতায়ালী সুমহান অধিপতি হয়ে
বান্দার সকল দিক খেয়াল রাখেন
সৃষ্টির সাথেতে নেই তার কোন মিল
সর্বোচ্চ মাত্রায় তিনি সকল গুণেতে।
তাঁর কাজে কোন ভুল কোন ক্ষেত্রে নেই
সেজন্য সঠিক পায় প্রাপ্তি সকলের
কেউ নাহি কোন কাজে ঠকে বিন্দুমাত্র
অপরাধী ধরাখাবে ঠিক ঠাক মতো।

জালিম জুলুম করে ভাবে বুঝি তার
কিছুই হবেনা এতে না পড়ে বিপদে
অথচ হাসরে এদের মুশকিল হবে।
অবকাশ কাল বলে মুতায়ালী চুপ
সে কারণে ভুলভাল ভাবে কত জন
নিধানের কালে তারা পাবে সব টের।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ++ প্রয়াস ।

শুভেচ্ছা নিয়েন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ'কে এত নাম কি মানুষ দিয়েছেন, নাকি উনি নিজকে নিজে দিয়েছেন?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

সনেট কবি বলেছেন: এসব নামের উল্লেখ পবিত্র কোরআনে আছে। উইকিতে রেফারেন্স রয়েছে।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

স্বপ্নডানা১২৩ বলেছেন: চাঁদগাজী বলেছেন:


আল্লাহ'কে এত নাম কি মানুষ দিয়েছেন, নাকি উনি নিজকে নিজে দিয়েছেন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

সনেট কবি বলেছেন: এসব নাম কোরআনে উল্লেখ আছে। যার রেফারেন্স উইকিতে রয়েছে।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: কত সুন্দর সুন্দর নাম প্রভুর।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮

মোহাম্মদ সাজ্জাদ খান বলেছেন: সুন্দর কবিতা/ সনেট | জাজাক আল্লাহ খাইরান |

অনেকেই আল্লাহ সমন্ধে বাজে মন্তব্য করেছেন , তারা তওবা করুন | মন্তব্য গুলো ডিলিট করে দিন |

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

সনেট কবি বলেছেন: আল্লাহ নিজে যখন সহ্য করতে পারেন, তখন আমাদেরকেও সহ্য করার চেষ্টা করতে হবে।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আল্লাহ্‌ আপনার মঙ্গল করুন। আমিন।
আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো স্যার।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.