![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
মহাউপকারী হয়ে আল-বার তাঁর
সৃষ্টির দেখেন সব।চলে আয়োজন
কোথা কার কেমন কি আছে প্রয়োজন
সে সবের ব্যবস্থায় তাঁর দৃষ্টি থাকে।
করেনা অনেকে কারো কোন উপকার
সেজন্য থাকতে হয় মায়াময় মন
আল-বার এ বিষয়ে সবার আপন
উপকারে জীবনের প্রতি বাঁকে বাঁকে।
উপকারী অনেকেই উপকারে লাগে
যাঁকে ছাড়া উপকার হয়না সম্ভব
তিনি মহাউপকারী থেকে পুরোভাগে
করেন যা লাগে যার দরকারী সব।
অধিনস্ত উপকারী রয়েছে অনেক
মহাউপকারী আছে একমাত্র এক।
বাররু
বাররু শান্তি প্রদানে স্বচেষ্ট নিজের
মনন ও ক্ষমতায় বাধাহীন ভাবে
সৃষ্টি কুল দল প্রতি, সেজন্য আমরা
এত সুখ ভোগ করি নিত্য অফুরন্ত।
শান্তি ও মঙ্গল দাতা নিজ ক্ষমতায়
এমন অপ্রতিরোধ্য যে তাঁর কাজের
ব্যাঘাত করার সাধ্য নেই কোন কারো
কুটিল মনের সাধে অথবা বাধায়।
তথাপি অশান্তি এসে মানুষের মাঝে
বিস্তারিত হয়ে সদা তাদের জীবন
দূর্বিসহ করে তোলে পাপের কারণে।
নতুবা পরখ করে দেখার ইচ্ছায়
তিনি এমন ঘটান বেশী পরিমাণে
শান্তি প্রদান নিমিত্তে নিজের বান্দায়।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪১
নজসু বলেছেন: আস সালামু আলাইকুম।
শুভ সকাল।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর । মহাউপকারী। ++
শুভেচ্ছা শ্রদ্ধেয় কবিভাইকে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনার সনেট গ্লো পড়লে মন শান্ত হয়ে যায়।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:১১
সূর্যালোক । বলেছেন: সওয়াবের কাজ করছেন এই নামে লিখে ।উপকার করার মালিক একজন ই । প্লাস।
পড়ার অনুরোধ ।
০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুপ্রভাত মামা।