নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-আফুউ

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৫



আল-আফুউ মনেতে পরম উদার
মহাক্ষমাকারী দোষে দেন মহা ছাড়
একান্ত না হলে কারো বাঁকা ত্যাড়া ঘাড়
শাস্তি পায় হলে কেউ মহা উজবুক।
সৃষ্টিদের প্রতি তাঁর করুণা অপার
মার্জনা করেন ত্রুটি। সে খায় আছাড়
যার অপরাধ বেড়ে হয় মহা বাড়;
নতুবা দেন না শাস্তি ক্রোধে অহেতুক।

প্রতিদিন সৃষ্টি সব করে কত পাপ
তাদের সে পাপ কথা না করে প্রকাশ
তওবা করলে সব করে দেন মাপ।
পাপীরা পাপের কাজে পায় অবকাশ
সুপথে ফিরলে তারা পায় হেফাজত
অবশেষে রক্ষা পায় তাদের ইজ্জত।

আফুয়্যু

আফুয়্যু সকল ত্রুটি মার্জনা করেন
বান্দার সকল কাজে যা ঘটে প্রত্যহ
নতুবা ত্রুটির জন্য কাজ বরবাদ
হয়ে সব মানুষেরা ক্ষতি গ্রস্থ্য হতো।
মানুষ যেভাবে ত্রুটি ধরে মানুষের
সেভাবে আফুয়্যু ত্রুটি ধরলে উপায়
ছিলনা মানুষদের জীবনের মাঝে
মার্জনা লাভেতে তারা ধন্য হয় সবে।

মানুষেরা যদি করে কাজের তদন্ত
দেখবে সেথায় আছে ভুরি ভুরি ভুল
ভুল বাদ দিলে কাজে থাকেনা কিছুই।
ভুলের মার্জনা পেয়ে কাজে আসে প্রাণ
প্রাপ্তির হিসেবে তবে দাঁড়ায় নেকের
পরিমাণে হয় যেটা সন্তোষ জনক।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫

তারেক ফাহিম বলেছেন: পরম ক্ষমাশীল।
গুণবাছক নামসমুহে বিভিন্নভাবে প্রকাশ পায়।

সনেটে ভালোলাগা প্রিয় শ্রদ্ধেয়।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেছেন, ভালবাসা নিবেন প্রিয় কবি।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২

ওমেরা বলেছেন: আল্লাহর গুন বাচক নাম সমূহ সনেট খুব ভাল হচ্ছে । ধন্যবাদ ভাইয়া ।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

পদাতিক চৌধুরি বলেছেন: তওবা তওবা । সুন্দর সনেট । ++

শুভেচ্ছা নিয়েন ।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৪

সাইন বোর্ড বলেছেন: সুন্দর ভাবনা ।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০

নতুন নকিব বলেছেন:



মুগ্ধতা একরাশ। চলতে থাকুন। সাথে আছি। পাশে আছি। +++

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.