![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
মালিকুল মুলকের মহারাজত্বের
বাইরে কিছুই নেই।এ মহামালিক
ঠিক ঠিক তাঁর সব হিসাব কালিক
দেন ও ফিরিয়েনেন রাজত্ব সম্মান।
নেই সীমা পরিসীমা তাঁর মহত্বের
সবার সকল কিছু রাখায় সঠিক
প্রয়োজন থাকা তাঁর করুনা অধিক
নতুবা থাকেনা কারো সুখের সন্ধান।
এমন রাজার রাজা প্রকৃতি চালায়
সুনিপূন গুণে তাঁর।সব কিছু চলে
কোথাও না বেজে জ্যাম তাঁর ইশারায়।
তাঁর গ্রেফতারে ধরা খায় যে সকলে
বুদ্ধিমান তাঁর প্রতি করে থাকে নতি
অভাগা অবাধ্য হয়ে বাড়ায় দুর্গতি।
মালিকাল মুলকি
মালিকাল মুলকির ক্ষমতা অসীম
জগতের অধিপতি জগৎ রক্ষক
সমগ্র জগৎ তাঁর শাসন অধীনে
পারেন যা ইচ্ছা তিনি যখন তখন।
তথাপি পৃথিবী নয় শান্তির নিবাস
কারণ এখানে চলে পরীক্ষা এখন
দূরাচার দমনের কাজ পরকালে
সেথায় তাদের কেহ পাবেনা রেহাই।
সকল অন্যায় কাজ আসবে হিসেবে
সকল অন্যায়ে দন্ড পূর্ণ পেতে হবে
ঘুষ ও তদবীরের মূল্য নেই সেথা।
তবে মহত কাজের বিনিময় আছে
উছিলা ও শাফায়ত ন্যায়মত হবে
মালিকাল মুলকির ন্যায় দন্ড দৃঢ়।
০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯
সনেট কবি বলেছেন: সর্ব রাজত্বের অধিকারী। যাঁর রাজত্বের বাইরে কারো রাজত্ব নেই।
২| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩
বিজন রয় বলেছেন: আমি আরবী শব্দ সম্পর্কে খুব খুব কম জানি।
তাই আপনাকে জিজ্ঞাসা করে জেনে নিই।
আপনি আবার বিরক্ত হন না তো!!
০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৭
সনেট কবি বলেছেন: বিরক্ত হওয়ার সংগত কোন কারণ দেখিনা। ধন্যবাদ প্রিয় কবি।
৪| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর । বয়ে চলুক এ প্রচেষ্টা । ++
শুভেচ্ছা নিয়েন কবিভাই।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পড়লাম আগের মতোই ভালো লাগল ++
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০
লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৭| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০০
উদাসী স্বপ্ন বলেছেন: হা হা হা হো হো হো
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮
সনেট কবি বলেছেন: নিরর্থক হাসি।
৮| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪
উদাসী স্বপ্ন বলেছেন: হাসির অর্থ বোঝেন অথচ কোরানের অর্থ বোঝেন না... এ কেমন মাসলম্যান আপনি!!
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭
সনেট কবি বলেছেন: সে জন্য আমার আপনার কোন প্রত্যয়ন পত্রের দরকার নেই।
৯| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৫
সাইন বোর্ড বলেছেন: মহান সৃষ্টিকর্তার প্রতি অানুগত্য ভাল লাগল ।
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
১০| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আম রা যেথায় থাকিনা কেন তার রাজত্বে আছি। কবিতার ভাষার গাথুনি অসাধারণ হয়েছে।
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭
বিজন রয় বলেছেন: মালিকুল মুলক... মানে কি?