![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
যুল জালালি ওয়াল ইকরাম এক
মহামহিমাম্বিত ও মহাদয়াবান
সত্ত্বা, যাঁর অন্তরের মাহাত্ম অম্লান
সুনিপূন মহিমায় অন্তর জুড়ায়।
পরিশুদ্ধতায় তাঁর সময়ে প্রত্যেক
অপরিসীম শক্তির প্রলয় তুফান
উড়ায় অন্যায় সব।সে মেহেরবান
থাকেন সৃষ্টির মনে অনুপ্রেরণায়।
যুল জালালি ওয়াল ইকরাম যাঁর
অফুরান মহাসত্ত্বা নিয়ন্ত্রণে সব
সক্ষমতায় অনন্য। তাঁর অনিবার
অনুকম্পা হৃদয়েতে করে অনুভব
বুদ্ধিমান তাঁর পথে থাকে অবিরল
যা হয় স্থায়িত্বে চির দৃঢ় অবিচল।
যুল জালালি ওয়াল ইকরাম
যুল জালালি ওয়াল ইকরাম যিনি
চির মহিমাম্বিত ও সম্মানিত হয়ে
সে সম্মান সুরক্ষায় ব্দ্ধ পরিকর
তাঁর প্রতিটি কাজের বেলায় সর্বদা।
তাঁকে দোষারোপ করা নয়তো সঠিক
কোন কাজে যদি ভাবে নিরপেক্ষভাবে
কোন জন তবে তার সেটা বুঝা হবে
অবলিলে তাঁর লিলা এমন সমস্ত।
মুখ আছে বলে তাই অনেকে বলেন
এমন কেমন তিনি কেন যে এমন?
অথচ যথার্থ এর রয়েছে কারণ।
সে কারণ কষ্ট করে জেনে নিতে হবে
নিজেকে রক্ষায় মিথ্যা ধারণার থেকে
নিজের রক্ষায় তাঁর মহাশাস্তি থেকে।
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬
সনেট কবি বলেছেন: আমিন।
২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২
কানিজ রিনা বলেছেন: ইসমে আজম, যুলজালালি ওয়ালইকরাম।
আল্লাহ্ আপনার ধৈর্যের পরিশিমা বাড়িয়ে
দিন। ধন্যবাদ।
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
পুরোটাই পড়েছি।
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭
প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:০৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লাইক
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৮
hayet777 বলেছেন: 'Ya zul jalali wal ikram '(lord of majesty and generosity, lord of glory and honor) ।আমার প্রিয় wazifa.ধন্যবাদ শ্রদ্ধেয় কবি।
০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: যুল জালালি ওয়াল ইকরাম। প্রথমটা আমার বেশি ভাল লেগেছে। ++
শুভকামনা শ্রদ্ধেয় কবিভাইকে।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৬
তারেক ফাহিম বলেছেন: আল্রাহ আপনার মঙ্গল করুক।