নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-জামি

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৪



মহাসমবেতকারী আল-জামি সব
মৃতকে জীবিত করে হিসাব নিবেন
সকলের প্রতিফল সম্পূর্ণ দিবেন
সেজন্য হাশরে হবে সকলে মিলিত।
সেদিন দেখবে পাপী আজাব গজব
পূন্যবান খুশীমনে জান্নাতে যাবেন
সেথায় তাদের সব সুখে থাকবেন
থাকবে পাপীর দল মহাভয়ে ভীত।

অপরাধী ভাবে তার নেই কোন দায়
প্রভুকে না দেখে তারা খুশী মনে হাসে
হাশরে তাদের সব হবে নিরুপায়।
কতজন কতভাবে থাকে বসবাসে
নির্বোধ অযথা ভোগে সত্যের বিদ্বেষে
ধরা তারা খাবে পরে মরে অবশেষে।

জামিউ

জামিউ একত্রকারী সকল কিছুর
তার থেকে হারাবার ভয় কারো নেই
কে কোথায় আছে তার খোঁজ তাঁর আছে
তিনিতো পারেন সবে একত্র করতে।
তাঁর হিসেবের থেকে ছুটবেনা কারো
বিন্দুমাত্র নেক কাজ আর কোন বদ
সবাই সবার সব পুরাপুরি পাবে
তাঁরকাজে ঠকবার সম্ভাবনা নেই।

জামিউ হাসরে সবে করবেন জমা
সেথায় তাদের সবে কর্মফল পাবে
ছাড়নাহি পাবে তাতে কোন অপরাধী।
বিস্ময়ে দেখবে সবে সমগ্র জীবন
সাজিয়ে গুঁচিয়ে সব লিপিবদ্ধ করা
জামিউ সকল কিছু জমা রেখেছেন।

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৭

নতুন নকিব বলেছেন:



দিনের শুরুতেই মহান স্রষ্টার নামের গুনগান। আলহামদুলিল্লাহ। শুভকামনা।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩

নতুন নকিব বলেছেন:



পোস্টে +++

আপনার সময়গুলো কেমন কাটছে?

চাকরি বাকরি আল্লাহ পাকের রহমতে ঠিকভাবে চলছে তো?

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৮

সনেট কবি বলেছেন: টেনেটুনে চলে যাচ্ছে। আল্লাহতো যাদের ভাল চান তাদেরটা পরকালের জন্য জমা করে রাখেন। এটা আমার এ পর্যায়ের ৮১ তম সনেট। আর আঠারো হলে ৯৯ হবে। এরপর এর সাথে আগের ৯৯ যোগ করে এডিট করব ভাবছি। আশা করি আপনি গদ্য বর্ণনা ও ফজিলত লিখছেন। মসজিদে থাকার মত একটা চমৎকার বই হওয়া দরকার। সবাই মিলে চেষ্টা করলে হয়ত হবে। অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩

নতুন নকিব বলেছেন:



আপনার অনুভব-অনুভূতি স্মরনে রয়েছে। তবে, এখনও হাত দিইনি। ইনশাআল্লাহ, অচিরেই শুরু করার ইচ্ছে রয়েছে। আল্লাহ পাক আপনার কল্যানের প্রচেষ্টাকে কবুল করুন। এবং এই কাজকে আমাদের জন্য নাজাতের জরিআ হিসেবে মঞ্জুর করুন।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫

সনেট কবি বলেছেন: আমিও সেটাই ভাবছি। হয়ত এটা নাজাতের কারণ হতে পারে।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: শুভ সকাল চাচাজ্বী।

আপনার সনেট পড়ে দিন শুরু করলাম।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০

সনজিত বলেছেন: সুন্দর

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:১০

মা.হাসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন ভাল করে দিলেন। যাযাকাললাহ।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩

সৈয়দ ইসলাম বলেছেন:

সনেট খুব ভাল হয়েছে ফরিদ ভাই।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনাকে মহান রাব্বুল আলামীন এত জ্ঞান দিয়েছেন - যার কিছু আমরা প্রতিনিয়তই পাই আপনার লেখায়। আমি মহান রাব্বুল আলামীন পাকের গুণবাচক নাম নিয়ে লেখাগুলো পড়ি আর বিস্মিত হই। আমার ছেলে নাম রেখিছিলাম - আব্দুল্লাহ আল জামি। অশেষ ধন্যবাদ আপনার অসাধারণ লেখার জন্য। আপনার সব লেখাগুলো নিয়ে একটি বই প্রকাশ এখন সময়ের দাবী। ভাল থাকুন; সুস্থ্য থাকুন - আমীন।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় সনেট কবি শুভেচ্ছা সিরিজ কাব্যে :)

ছোট্ট টাইপোটা ঠিক করে দিন প্লিজ
পূর্ণবান = পূন্যবান :)

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮

সনেট কবি বলেছেন: ঠিক করে দিয়েছি প্রিয় কবি। আল্লাহ আপনার মঙ্গল করুন।

১০| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর সনেট । ++

শুভেচ্ছা নিয়েন কবিভাই।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১

নতুন নকিব বলেছেন:



প্রথম স্তবকের চতুর্থ লাইনে এবং দ্বিতীয় স্তবকের ৩য় লাইনে হাসর শব্দটি হাশর করে দিলে ভাল হত।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫

সনেট কবি বলেছেন: ঠিক করে দিয়েছি প্রিয় কবি। আল্লাহ আপনার মঙ্গল করুন।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

আলোর পথে বিডি বলেছেন: সুন্দর কবিতা । জাজাআক আল্লাহ খাইরান ।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আল্লাহর গুণগান। ভালো লিখেছেন।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:১০

মোহাম্মদ সাজ্জাদ খান বলেছেন: আল্লাহ সুৰ হানু তালাকে নিয়ে অনেক গুলি সনেট লিখেছেন | আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন | আমিন |

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম গুরু,
শুভকামনা সবসময়

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৪

শিখা রহমান বলেছেন: ভালো লাগা রইলো। শুভকামনা।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫১

তোমার জন্য মিনতি বলেছেন: সুন্দর হয়ে কথার গাঁথুনি, শুভ সকাল

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:১০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.