![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-গাণী মহাধনী, সম্পদ সকল
অধিকারে আছে তাঁর।একমাত্র তিনি
প্রকৃত মালিক, আর সকলকে চিনি
অস্থায়ী উপমালিক সীমাবদ্ধতায়।
তিনি তাঁর মালিকানা রক্ষায় সফল,
মহাকাল জুড়ে মানি, এবিষয়ে যিনি
মালিকানা ছাড়া তাঁর নেই কিছু জানি
তাঁর দয়া বিনে সবে থাকে নিরুপায়।
উপমালিক থাকেনা সম্পদের সাথে
মরে গিয়ে তারা সব চলে যায় দূরে
নতুন নিয়ত আসে মালিকানা পথে।
হস্ত বদলে সম্পদ হাতে হাতে ঘুরে
অতৃপ্ত মনে হয়না দুঃখ উপশম
শুধুমাত্র আল-গাণী এ ক্ষেত্রে উত্তম।
গানিয়্যু
গনিয়্যু সম্পদশালী জগৎ সম্পদে
তাঁর মালিকানা ভিন্ন কোন কিছু নেই
ইচ্ছে হলে দিয়ে দেন অঢেল সম্পদ
অনুরূপ কেড়ে নেন ইচ্ছে হলে তাঁর।
পাপী হয়ে পায় তাঁর করুণার দান
পূণ্যবান বঞ্চনায় থাকে বে-শুমার
পরীক্ষা শাস্তিতে এটা হয় নির্ধারন
বুঝ মনে এসকল বুঝে নিতে হয়।
ইহকাল শেষ নয় পরকাল আছে
সে কালে পাপীর ভাগ্যে থাকবে লাঞ্চনা
পূণ্যবান থাকবেন অপার আনন্দে।
এখন যে পায় যেটা সেটা পেয়ে খুশি
থাকা ভাল, পরকাল জন্য রেখে অবাশিষ্ট
প্রাপ্তিসব খুশিমনে মঙ্গল নিমিত্যে।
০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
সনেট কবি বলেছেন: যেহেতু এসব নাম কোরআনে আছে। কাজেই এগুলো আল্লাহ প্রদত্ত হিসেবে সাব্যস্ত।
২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০২
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ! শুধুমাত্র আল - গাণীই প্রকৃত মালিক যেথা।
শুভেচ্ছা নিয়ন শ্রদ্ধেয় কবিভাই।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আল্লাহ মহা সম্পদশালী।। তিনিই সবকিছুর মালিক।।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪
নজসু বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে মনের ধনে ধনী করুন।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯
টুটুল বলেছেন: ভালোলাগার সুবাস পেলাম।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ভাল লাগল
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬
মোহাম্মদ সাজ্জাদ খান বলেছেন: আল্লাহ সুৰহানুতালাকে নিয়ে অনেক গুলি সনেট লিখেছেন | আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন | আমিন |
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:১২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩
সায়ন্তন রফিক বলেছেন: আল্লাহ্র নাম নিয়ে সনেট লেখার দৃষ্টান্ত এর আগে আমার চোখে পড়েনি। শুভ কামনা রইলো।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:১২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
প্রশ্নটা মনে হয় আগেও করেছিলাম, উত্তর দেখা হয়নি: আল্লাহ'তায়ালার এত নাম কি মানুষ দিয়েছেন, নাকি উনি নিজকে এসব নামে পরিচয় দিয়েছেন?