নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-বাসিত

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৯



পরম প্রশস্তকারী আল-বাসিতের
জগৎ সমূহ আরো সুপ্রশস্ত হয়ে
ক্রমাগত বড় হয়।কারো বোধদয়ে
কুলায়না তাঁকে ভাবা, অন্তহীন তিনি।
আরো আরো সুবিস্তার মহা অসীমের
নেই তাঁর অক্ষমতা সৃষ্টি ও প্রলয়ে
আবার নতুন সৃষ্টি হয় পূর্ব ক্ষয়ে
অসীম ক্ষমতা তাঁর সৃষ্টিকর্ম জয়ে
সেভাবে আমরা তাঁকে কতজন চিনি?

স্বীকৃতি নিমিত্বে তাঁকে জানা ভাল কাজ
অসীমেই আছে সব কষ্ট উপশম।
গজবেতে পড়ে তাঁর বিদ্রোহী সমাজ
হিসেবে সে মহানের তারা যে অধম।
মন্দ চেতনায় হয়ে মন্দ পরিনিতি
শেষকালে সে সবের হবে যে দূর্গতি।

বাসিতু

বাসিতু বিস্তারকারী দয়া ও মায়ার
কারো প্রতি অপরের বিপদের কালে
নিজের সর্বস্ব সব বিলিয়ে আনন্দে
তাতেই নিজের খোঁজা অকৃত্রিম সুখ।
যে পায় দয়ায় তাঁর এ মহত গুণ
অপরের প্রতি করা উজাড় সকল
বিনিময়ে পরকালে সে পাবে এগুণে
অনন্ত জান্নাত আর প্রভুর করুনা।

মঙ্গল করেন তিনি সর্বত্র বিস্তৃত
সৃষ্টি কূল যদি তার শুকরিয়া করে
তবে তারা পেয়ে যায় প্রার্থনার ফল।
নাশোকরে হয়ে যায় কূঞ্চিত সকল
তাদের কপালে ঝোটে সব কিছু কম
শোকরের জন্য সব আছে বে-শুমার।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু, সাধু, সাধু!

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১

সনেট কবি বলেছেন: এক্ষেত্রে এটা বে-মানান।

২| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০

রাকু হাসান বলেছেন: পূণ্যময় সনেট সকাল সকাল পড়লাম ।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৭

নতুন নকিব বলেছেন:



শুভকামনা। চলতে থাকুক শুভ প্রচেষ্টা। +++

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর আল - বাসিত। ++

শুভেচ্ছা নিয়েন কবিভাই।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.