নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-মুইজ

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮



আল-মুইজ পরম সম্মান দাতার
আসনে আসিন থেকে বাড়ান সম্মান
ইহকালে পরকালে।সকলের মান
তাঁর হাতে, অপমানে থাকে উপশম।
মাথা উঁচু করে থাকা প্রত্যাশা সবার,
তা’পায় লোকেরা পেলে করুনার দান
সে প্রভুর।যে কারণে তাঁর প্রতি টান
থাকা চাই সকলের অধিক উত্তম।

কাঙ্খিত সম্মান পেতে সাধনা অনেক
প্রতি ক্ষেত্রে সকলের প্রয়োজন হয়।
পরকালে মান পেতে লাগে খুব নেক
জোটে না কখনো সেটা পাপের বোঝায়।
আল-মুইজ সহায় হলে সব হবে
একথা সবার চাই থাকা অনুভবে।


মুয়িজ্জু

মুয়িজ্জু ইজ্জত দাতা যথার্থ প্রাপকে
যে তার প্রভুকে করে যথার্থ সম্মান
প্রভুর দৃষ্টিতে সব সম্মানিত জনে
ইজ্জত প্রদানে যার অবহেলা নেই।
আর যে দাম্ভিকতায় সম্মানিত জনে
পারেনা সম্মান দিতে তার কপালেতে
মুয়িজ্জুর পক্ষ থেকে ঝুটেনা ইজ্জত
এসকল বেয়াদব বেইজ্জতি হয়।

ইজ্জতের প্রাপকের প্রাপ্য ইজ্জতের
হেরফের হয়নাতো মুইজ্জু প্রদানে
সে কারনে এর জন্য যোগ্য হতে হবে।
যে নয় যে কাজে যোগ্য তার সে কামনা
অহেতুক ভাবনার সময় ক্ষেপন
যা চাই তা’ পেতে লাগে সেইমত কাজ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৫

এম ডি মুসা বলেছেন: কেমন আছেন ভাই কবিতা ভাল হয়েছে

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৫

কাছের-মানুষ বলেছেন: কবিতার কথাগুলো চমৎকার।

সনেক কবির সনেট হাজার পেরুক শীঘ্রই এই কামনা করি।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: ১২ নম্বর লাইনে 'ঝুটেনা' সম্ভবত এখানে কোনো সমস্যা আছে।
জোটে না হবে হয় তো।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬

সনেট কবি বলেছেন: ঠিক করে দিলাম।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর আল - মুইজ।

শুভেচ্ছা নিয়েন কবিভাই।



০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.