নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আস-সাত্তার

০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৮



পরম পরের দোষ গোপনকারীর
আসনে আস-সাত্তার থাকেন অটল
সেজন্য প্রকাশে দোষ হয়না অচল
মানুষের পথচলা ভুলের বিপদে।
থাকায় গোপন দোষ নীচু হয়ে শীর
জ্বলেনা জীবনে কারো দুঃখের অনল
আস-সাত্তারের গুণে স্বকর্মে চঞ্চল
থাকছে মানুষ-জন নিত্য নিরাপদে।

প্রকাশে দোষের কথা ভীষণ লজ্জায়
মনচায় জীবনটা শেষ হয়ে যাক
তা’থাকে আড়াল হয়ে প্রভুর দয়ায়
মনবলে বিষয়টা এভাবেই থাক।
আশ্রয়ে আস-সাত্তার অনেক উত্তম
যাঁর করুণায় হয় কষ্ট উপশম।


সাত্তারু

সাত্তারু বান্দার দোষ গোপন রাখেন
বান্দা যদি অপরের দোষে ঢোল পিটে
সাত্তারু তেমন যদি তার দোষ বলে
তবে তার কি উপায় হবে পরকালে?
কেউ যদি চায় তার দোষ ঢাকা থাক
সেও যেন অপরের দোষ ঢেকে রাখে
তাহলে সাত্তারু তার দোষ ঢেকে রেখে
বাঁচাবেন তাকে এর বড় লজ্জা হতে।

কম বেশী দোষ আছে সকলের মাঝে
তাই নিয়ে হই চই ভাল কাজ নয়
এর থেকে দোষ চর্চা বেড়ে যেতে পারে।
সে করলে দোষ তবে আমি কেন নই
সমাজে এমন লোক আছে যে অনেক
দোষ চর্চা বাদ তাই মঙ্গলের জন্য।




মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৭

নজসু বলেছেন: আস সালামু আলাইকম।

আল্লাহ মহা বিচারক।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো এবারও, সুন্দর কথামালা

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৩

স্রাঞ্জি সে বলেছেন:

শুভ সকাল...

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০১

রাজীব নুর বলেছেন: শুভ সকাল চাচাজ্বী।
খুব সুন্দর হয়েছে।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৩

নতুন নকিব বলেছেন:



মুগ্ধতা অশেষ। +++

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের ন্যায় সুন্দর। ++

শুভেচ্ছা নিয়েন কবিভাই।

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.